নিজস্ব প্রতিবেদন:   দার্জিলিঙে ধসে মৃত্যু হল দম্পতির। রবিবার গভীর রাতে প্রবল বৃষ্টির জেরে পাহাড়ের বিভিন্ন জায়গায় ছোট-বড় ধস নামে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



জোড়বাংলা থানার পুবুং ফটক এলাকায় কাদামাটির নীচে চাপা পড়ে যায় স্থানীয় বাসিন্দা কুমার লোপচানের বাড়ি। পুলিস-দমকল গিয়ে পরিবারের সদস্যদের উদ্ধার করে। কুমার লোপচান এবং তাঁর স্ত্রী বালকুমারী লোপচানকে, দার্জিলিং জেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁদের মৃত ঘোষণা করেন।  


কাটমানি ইস্যুতে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর, খাস কলকাতাতেই পড়ল ৫০টি ফ্লেক্স


জানা গিয়েছে, রাতে যখন ধস নামে, নিজের ঘরেই ঘুমোচ্ছিলেন ওই দম্পতি। তখন কাদামাটির নীচে চাপা পড়ে যান তাঁরা। কার্যত দমবন্ধ হয়েই মৃত্যু হয় প্রবীণ দম্পতির।