Purulia needle case: শিশুকন্যাকে সূচ ফুটিয়ে তিলে তিলে হত্যা, মা ও ‘প্রেমিক’-এর ফাঁসির সাজা

 রাজ্য তথা দেশেজুড়ে আলোড়ন ফেলেছিল এই ঘটনা।

Updated By: Sep 21, 2021, 08:51 PM IST
Purulia needle case: শিশুকন্যাকে সূচ ফুটিয়ে তিলে তিলে হত্যা, মা ও ‘প্রেমিক’-এর ফাঁসির সাজা

নিজস্ব প্রতিবেদন: পুরুলিয়া সূচ-কাণ্ডে (Purulia needle case) দৃষ্টান্তমূলক শাস্তি ঘোষণা করল জেলা আদালতের সেকেন্ড কোর্ট। সাড়ে তিন বছরের শিশুকন্যার শরীরে একাধিক সূচ ফুটিয়ে হত্যার ঘটনায় দুই অভিযুক্তকে ফাঁসির সাজা শোনাল আদালত। নৃশংস এই ঘটনায় আদালতের রায়কে স্বাগত জানিয়েছে সমাজের বিভিন্ন মহল।

শিশুকন্যাটির মা মঙ্গলা গোস্বামী এবং তার ‘প্রেমিক’ সনাতন ঠাকুর, দু’জনকেই ফাঁসির সাজা দিয়েছেন পুরুলিয়া জেলা আদালতের সেকেন্ড কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রমেশ কুমার প্রধান। ২০১৭-র জুলাই মাসে সাড়ে তিন বছরের শিশুকন্যাকে সূচ ফুটিয়ে (Purulia needle case) নির্মম ভাবে খুনের অভিযোগ ওঠে অবসরপ্রাপ্ত হোমগার্ড সনাতন ঠাকুর এবং শিশুকন্যাটির মা মঙ্গলা গোস্বামীর বিরুদ্ধে।

আরও পড়ুন: Train Cancel: প্রবল বৃষ্টি, ব্যাহত ট্রেন চলাচল, জেনে নিন কোন ট্রেনের সময় কখন!

আরও পড়ুন: Dilip Ghosh: 'আমি জানি না উনি কার লেখা পড়েছেন', বাবুলের খোঁচার পাল্টা দিলীপ

জানা যায়, দু’জনের সম্পর্কে কাঁটা হয়ে দাঁড়াচ্ছিল ওই সাড়ে তিন বছরের শিশুকন্যা। পথের বাধাকে সরিয়ে দিতেই ওই হত্যা বলে  তদন্তে উঠে আসেl  ওই সময় অভিযুক্ত সনাতন  ভিন রাজ্যে গা ঢাকা দেয়l  পরে জেলা পুলিশ তাকে গ্রেফতার করে। পুরুলিয়ার নদীয়াড়া গ্রামের এই ঘটনা চার বছর আগে রাজ্য তথা দেশেজুড়ে আলোড়ন ফেলেছিল। দীর্ঘ বিচার প্রক্রিয়া চলার পর অবশেষে শাস্তি পেল দোষীরা।

.