রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ, মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছুঁই ছুঁই

কলকাতাকে টেক্কা দিয়ে সংক্রমণের শীর্ষে আবার উত্তর ২৪ পরগনা।

Reported By: সুতপা সেন | Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Oct 12, 2020, 09:43 PM IST
রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ, মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছুঁই ছুঁই
ফাইল ফোটো

নিজস্ব প্রতিবেদন : সংক্রমণের হারের নিরিখে প্রতিদিনই যেন চোখে চোখ রেখে টেক্কা দিচ্ছে করোনা। পুজো যত এগিয়ে আসছে, ততই যেন রাজ্যে আরও চওড়া হচ্ছে করোনার থাবা। পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ। রাজ্যে ফের একদিনে করোনায় আক্রান্ত সাড়ে ৩ হাজারেরও বেশি মানুষ। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৩ লাখ ছুঁই ছুঁই।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৮৩ জন। এরফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯৮ হাজার ৩৯৮ জন। সরকারি বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সব জেলাতেই বেড়েছে সংক্রমণ। তবে কলকাতাকে টেক্কা দিয়ে সংক্রমণের শীর্ষে আবার উত্তর ২৪ পরগনা। একদিনে উত্তর ২৪ পরগনায় নতুন করে আরও ৭৫৯ জন মানুষ করোনায় সংক্রামিত হয়েছেন। অন্যদিকে তারপরই রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭১৭ জন।

আক্রান্তের পাশাপাশি বেড়েছে রাজ্যে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৬০ জন। ফলে মোট মৃত বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮২ জন। রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৬০৪ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় বেড়েছে ৩৬৮ জন। তবে ডিসচার্জ রেট কার্যত অপরিবর্তিত রয়েছে, ৮৭.৮৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ হাজার ১৫৫ জন। ফলে এখনও পর্যন্ত সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া মোট মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ১০৩ জন।

আরও পড়ুন, 'অমানবিক'! স্বাস্থ্য কমিশনের কড়া ভর্ত্সনার মুখে ডিসান ও ফ্লেমিং নার্সিংহোম, ১ লাখ করে জরিমানা

.