ফের অধরা লক্ষ্যমাত্রা, শনিবার রাজ্যে Covid Vaccine নিলেন ২০,৭৬৭ জন

এখনও পর্যন্ত মোট ১১ দফায় মোট ২,৪২,৫৭৪ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে

Updated By: Jan 30, 2021, 09:34 PM IST
ফের অধরা লক্ষ্যমাত্রা, শনিবার রাজ্যে Covid Vaccine নিলেন ২০,৭৬৭ জন

নিজস্ব প্রতিবেদন: শনিবার রাজ্যে করোনা ভ্যাকসিন পেলেন আরও ২০,৭৬৭ জন। রাজ্যের ৩৬৭ টি জায়গায় ওই ২০,৭৬৭-কে করোনা টিকা প্রদান করা হয়। তবে এদিনও লক্ষ্যমাত্রা পূরণ হল না।

আরও পড়ুন-'গরু পাচারে জড়িত, পিঠ বাঁচাতে পদত্যাগ', হুমায়ুন কবীরের ইস্তফায় বিস্ফোরক Locket

এদিন ছিল রাজ্য করোনা টিকাকরণের(Covid Vaccination) ১১তম দিন। এদিন ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল ৩৬,৭০০। কিন্তু Co-WIN পোর্টালের জন্য তা ধাক্কা খায়। প্রসঙ্গত, রাজ্যে করোনা টিকাকরণ শুরু পর থেকেই ভুগিয়েছে Co-WIN পোর্টাল। সেই সমস্যার এখনও সমাধান করা যায়নি। ফলে এদিন লক্ষ্যমাত্রার মাত্র ৫৭ শতাংশ পূরণ করা গিয়েছে।

আরও পড়ুন-Smriti Irani-র উপস্থিতিতেই ডুমুরজলায় BJP-র যোগদান মেলা, ভার্চুয়ালি থাকতে পারেন Shah

এদিকে টিকা পরবর্তি সময়ে রাজ্যে এদিন মোট ৪ জন অসুস্থ বোধ করেন। এদের অনেকেরই ইনজেকশন নেওয়ার পর অত্যাধিক ব্যাথা অনুভব করেন, অনেকের মাথাঘোরা, ঝিমুনির মতো উপসর্গ দেখা যায়।

এখনও পর্যন্ত মোট ১১ দফায় মোট ২,৪২,৫৭৪ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। অর্থাত্ লক্ষ্যমাত্রায় ৭১ শতাংশ পূরণ করা গিয়েছে। 

.