পঞ্চায়েত রায় নিয়ে বিতর্কিত মন্তব্য বিকাশরঞ্জনের

সুপ্রিম কোর্টের পঞ্চায়েত রায় নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের রায়কে 'ছেলেমানুষি' বলে কটাক্ষ করেন তিনি। 

Updated By: Aug 24, 2018, 08:40 PM IST
পঞ্চায়েত রায় নিয়ে বিতর্কিত মন্তব্য বিকাশরঞ্জনের

নিজস্ব প্রতিবেদন: সুপ্রিম কোর্টের পঞ্চায়েত রায় নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের রায়কে 'ছেলেমানুষি' বলে কটাক্ষ করেন তিনি। 

এদিন সাংবাদিকদের বিকাশবাবু বলেন, 'আদালতে রায়ে গণতন্ত্র বিপন্ন হবে। গুন্ডারা প্রশ্রয় পাবে। তারা ভাববে রক্তারক্তি করলেও আইন তাদের সঙ্গে রয়েছে।' এর পরই বিকাশবাবু বলেন, 'এদিনের রায়ে আদালত আসলে ছেলেমানুষি করেছে।'

শুক্রবার পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী আসনগুলির ফলপ্রকাশের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে সেই সব জায়গায় অবিলম্বে বোর্ড গঠনের নির্দেশ দেন বিচারপতিরা। একই সঙ্গে পঞ্চায়েত নির্বাচনে যে প্রার্থীদের অনলাইন মনোনয়ন গ্রহণ করা হয়েছিল তাও খারিজ করে আদালত। 

পঞ্চায়েত নিয়ে তৃণমূলকে বেগ দিতে ফের আদালতের দ্বারস্থ বিজেপি

এদিনের রায়ে কার্যত রাজ্য সরকারেরই জয় হল বলে মনে করছে আইনজ্ঞ মহল।  

.