৯৫ কিলোমিটার বেগে বাংলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান

এর মধ্যে যারা সমুদ্রে গিয়েছেন তাদের ফিরে আসতে ও নতুন করে মাছ ধরতে না যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রশাসন। 

Reported By: প্রিতম দে | Updated By: May 16, 2020, 11:33 PM IST
৯৫ কিলোমিটার বেগে বাংলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান

নিজস্ব প্রতিবেদন: জন্ম হয়ে গিয়েছে, এবার ধেয়ে আসছে ঘুর্ণিঝড় আমফান। দীঘা থেকে প্রায় ১২০০ কিলোমিটার দূরে ক্রমে শক্তি সঞ্চয় করছে এটি। রবিবার উত্তর-পূর্ব  দিকে অগ্রসর হয়ে বাংলা ও ওড়িশার দিকে এগোতে থাকবে আমফান। সোম থেকে বুধবারের মধ্যে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে প্রবেশ করবে ঘুর্ণিঝড়।

আরও পড়ুন: আমফান মোকাবিলায় প্রস্তুত প্রশাসন, আজ সন্ধ্যাতেই রাজ্যে আসছে NDRF-এর দুই দল

মঙ্গলবার আমফানের প্রভাবে  দুই ২৪ পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বুধবারই দুই চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

মঙ্গলবার উপকূলবর্তী জেলাগুলোয় ৬০ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বুধবার ঝড়ের গতিবেগ ৯৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সোমবার থেকেই উত্তল হবে সমুদ্র। এর মধ্যে যারা সমুদ্রে গিয়েছেন তাদের ফিরে আসতে ও নতুন করে মাছ ধরতে না যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রশাসন। 

.