এযাত্রায় রক্ষা! কলকাতাকে পাশ কাটিয়ে বাংলাদেশের দিকে ফণি

ফণির জেরে সারা রাত নাগাড়ে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গজুড়ে। বৃষ্টি হয়েছে ২ মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া ও দুই ২৪ পরগনায়। ফণির দিঘা-সহ গোটা উপকূলজুড়ে প্রবল জলোচ্ছ্বাস দেখা গিয়েছে। 

Updated By: May 4, 2019, 06:19 AM IST
এযাত্রায় রক্ষা! কলকাতাকে পাশ কাটিয়ে বাংলাদেশের দিকে ফণি

নিজস্ব প্রতিবেদন: এযাত্রায় রক্ষা। কলকাতাকে পাশ কাটিয়ে বাংলাদেশের দিকে ঘূর্ণিঝড় ফণি। আশঙ্কা অনুসারে দক্ষিণবঙ্গে তেমন প্রভাব ফেলল না ঝড়টি। তবে রাতভর বৃষ্টি ও দমকা হাওয়া চলেছে দক্ষিণবঙ্গের সর্বত্র। 

 

শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুর দিয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করে ঘূর্ণিঝড় ফণি। তবে ততক্ষণে বেশ শক্তি হারিয়েছে সে। ঘূর্ণিঝড়ের সব থেকে বেশি প্রভাব পড়েছে পশ্চিম মেদিনীপুরে। সেখান থেকে ঝড়টি হুগলি, পূর্ব বর্ধমান হয়ে নদিয়ায় প্রবেশ করে। ভোরে বাংলাদেশে ঢুকে যায় ঝড়ের কেন্দ্রটি। 

ফণির জেরে সারা রাত নাগাড়ে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গজুড়ে। বৃষ্টি হয়েছে ২ মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া ও দুই ২৪ পরগনায়। ফণির দিঘা-সহ গোটা উপকূলজুড়ে প্রবল জলোচ্ছ্বাস দেখা গিয়েছে। ঝড়ের দাপট দেখা গিয়েছে কাকদ্বীপ, হলদিয়ার মতো নদী তীরবর্তী এলাকাগুলিতে। 

দমকা হাওয়ার সঙ্গে নাগাড়ে বৃষ্টি, ফণির আশঙ্কায় রাত জাগল গোটা দক্ষিণবঙ্গ

পূর্বাভাস অনুসারে, শনিবার বেলা বাড়লে ক্রমশ কমবে দুর্যোগ। বিকেলের দিকে আকাশ পরিষ্কার হতে পারে। তবে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি।   

Tags:
.