আর ৪৫ কিলোমিটার দূরে Yaas, ল্যান্ডফলের আগেই ধামড়ায় শুরু তাণ্ডবলীলা

বিপর্যস্ত এলাকা, জলমগ্ন জনজীবন।

Updated By: May 26, 2021, 06:56 AM IST
 আর ৪৫ কিলোমিটার দূরে Yaas, ল্যান্ডফলের আগেই ধামড়ায় শুরু তাণ্ডবলীলা

নিজস্ব প্রতিবেদন: আর মাত্র তিন থেকে সাড়ে তিন ঘণ্টার অপেক্ষা। তারপরই ধামড়া পোর্টে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে ধামড়া থেকে ৪৫ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড়। দিঘা থেকে দূরত্ব ৮০ কিলোমিটার। ল্যান্ডফলের সময় গতিবেগ হতে পারে ১৩০ থেকে ১৪০ কিলোমিটার। আজ বেলা ১০টা থেকে ১১টার মধ্যে আছড়ে পড়তে পারে ইয়াস।

আরও পড়ুন: ফুঁসছে সমুদ্র, বাড়ছে হাওয়ার গতি, আজ সকাল ১০-১১টার মধ্যেই আছড়ে পড়বে Yaas

ইয়াস আছড়ে পড়ার আগেই কার্যত বিপর্যস্ত ধামড়া পোর্ট। মাঝরাত থেকেই শুরু হয়েছে ঝোড়ো হাওয়া। সঙ্গে বৃষ্টিপাত। বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। জনজীবন স্তব্ধ। জনবসতি জলের তলায়। প্রায় দেড় কিলোমিটার এগিয়ে এসেছে সমুদ্র। বর্তমানে রণংদেহী মূর্তি ধারন করেছে সমুদ্র।  

  আরও পড়ুন: Cyclone Yaas Live Updates: ধামড়া থেকে ৪৫ ও দিঘা থেকে ৮৫ কিমি দূরে ইয়াস

 

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, যেহেতু প্রথমে আঁচ করা যায়নি যে ধামড়ায় ল্যান্ডফল করবে ইয়াস, তাই উদ্ধার কার্য শুরু করতে কিছুটা হলেও দেরি হয়। তবে ইতিমধ্য়ে কয়েক হাজার মানুষকে সাইক্লোন সেন্টারে সরিয়ে আনা হয়েছে। এখনও উদ্ধার কার্য চলছে। 

.