বনাঞ্চল দাপিয়ে বেড়ানো ডন আর নেই!

ডনকো পকড়না মুশকিলহি নেহি, না মুমকিন হ্যায়। বেঘোরে মরে পড়ে থেকে এই কথাটিই একটু অন্য ভাবে প্রমাণ করল উত্তরবঙ্গের এক গন্ডার।

Updated By: Oct 14, 2020, 01:51 PM IST
বনাঞ্চল দাপিয়ে বেড়ানো ডন আর নেই!

নিজস্ব প্রতিবেদন: বেঘোরে মরে পড়ে থেকে এই কথাটাই একটু অন্য ভাবে প্রমাণ করে গেল উত্তরবঙ্গের এক গন্ডার। গরুমারায় এত দিন দাপিয়ে বেড়িয়েছে বন দপ্তরের নাম দেওয়া ওই গন্ডার 'ডন'। 

আজ, বুধবার সকালে মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের বামনডাঙা চা-বাগানের কাছে গরুমারা জঙ্গলের জিরো বাঁধ ২ পয়েন্ট থেকে ডন নামের পূর্ণবয়স্ক ওই পুরুষ গন্ডারের মৃতদেহ উদ্ধার করেন বনকর্মীরা।

বনকর্মীরা রুটিন টহলদারির সময়ে মৃত ডনকে দেখতে পান। গন্ডারটি গরুমারা জঙ্গলের পাশে কাদামাটির মধ্যে পড়ে ছিল। তবে তার খড়্গটি অক্ষতই রয়েছে।

এরপর বন আধিকারিকদের খবর দেওয়া হয়। ঘটনাস্থলে চলে আসেন গরুমারা ডিভিশনের ডিএফও নিশা গোস্বামী। আসেন গরুমারা সাউথ রেঞ্জের রেঞ্জার অয়ন চক্রবর্তী। নাগরাকাটা থানার ওসি সঞ্জু বর্মন। 

ডনকে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা দেখেন ডিএফও। তিনি বলেন, প্রাথমিক তদন্তে অনুমান, বয়সজনিত কারণেই মৃত্যু হয়েছে গন্ডারটির। যদিও ময়নাতদন্তের পরেই ওর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

আরও পড়ুন: তাণ্ডব চালিয়ে মরল বাইসন

.