Bikaner-Guwahti Train Accident: ময়নাগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনা, বদল বহু ট্রেনের যাত্রাপথ
প্রায় ১০টি ট্রেনের যাত্রাপথ বদল করার কথা জানানো হয়েছে
নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার উত্তরবঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ফলে রাস্তা বদল করতে হচ্ছে বহু ট্রেনের। ময়নাগুড়ি-দোমহনির মাঝে লাইনচ্যুত হয় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস।
ময়ানগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের (Bikaner-Guwahati Express) ১০টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় রাস্তা বদল করছে NFR। প্রায় ১০টি ট্রেনের যাত্রাপথ বদল করার কথা জানিয়েছে তারা।
রাস্তা বদল করা ট্রেনগুলির মধ্যে রয়েছে ১২৩৪৬ ডাউন সরাইঘাট এক্সপ্রেস, ১২৫০৫ ডাউন কামাখ্যা-আনন্দ বিহার স্পেশাল ট্রেন, ১২৫২০ ডাউন কামাখ্যা মুম্বাই এলটিটি এক্সপ্রেস, ১৫৬৩২ ডাউন গুয়াহাটি বারমের এক্সপ্রেস, ২০৫০২ আপ তেজাস রাজধানী এক্সপ্রেস, ১৩১৭৩ আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ১৫৯১০ আপ অবধ আসাম এক্সপ্রেস, ১২৫০৭ আপ ত্রিবান্দ্রম শিলচর এক্সপ্রেস এবং ২২৪৫০ আপ নিউ দিল্লি গুয়াহাটি এক্সপ্রেস।
শুক্রবার বিকেল ৫টা নাগাদ ঘটে দুর্ঘটনা। যুদ্ধকালীন গতিতে উদ্ধারকার্য চালাচ্ছে স্থানীয় প্রশাসন, রেল পুলিস এবং স্থানীয় মানুষজন। যাঁদের উদ্ধার করা হয়েছে তাঁদের ময়নাগুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।