টাকা চাইতে গিয়ে পাওনাদারকে ধারাল অস্ত্রের কোপ ধাবা মালিকের
Updated By: Sep 17, 2017, 08:14 PM IST

ওয়েব ডেস্ক: টাকা চাইতে গিয়ে পাওনাদারকে কোপ ধাবা মালিকের। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের রাজবেড়িয়া মোড় এলাকায়। জানা গিয়েছে, রাস্তার পাশেই ধাবা চালান বাচ্চু মণ্ডল। তাঁর থেকে মাসখানেক আগে দশ হাজার টাকা ধার নিয়েছিলেন খোবির হোসেন। সময় পার হয়ে গেলেও তা শোধ করেননি খোবির। সেই টাকা চাইতেই গতকাল রাতে গিয়েছিলেন বাচ্চু মণ্ডল। অভিযোগ তখনই শুরু হয় বচসা, হাতাহাতি। আর তখনই খোবিরকে ধারাল অস্ত্র দিয়ে কোপ মারেন বাচ্চু। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে যায় পুলিস। বাচ্চু মণ্ডলকে আটক করেছে পুলিস। খোবির অশোকনগর হাসপাতালে ভর্তি।