বাংলায় করোনার ভয়ঙ্কর দাপট, দীঘা সীমান্ত সিল করল ওড়িশা প্রশাসন

বাংলায় প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ৷ 

Updated By: Apr 23, 2021, 08:16 PM IST
বাংলায় করোনার ভয়ঙ্কর দাপট, দীঘা সীমান্ত সিল করল ওড়িশা প্রশাসন

নিজস্ব প্রতিবেদন: বাংলায় প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ৷ বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লক্ষ ৯০৪ জন। মোট মৃত্যু ১০ হাজার ৭৬৬ জন। সবমিলিয়ে পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ৷ দেখতে গেলে পরিস্থিতি জটিল থেকে ক্রমেই জটিলতর হচ্ছে৷ পশ্চিমবঙ্গের লাগোয়া পড়শি রাজ্য ওড়িশাও উদ্বিগ্ন বাংলার করোনা দাপটে৷ এই অবস্থায় দুই রাজ্য বাধ্য হয়ে সিল করল সীমান্ত। তবে যে সমস্ত পরিযায়ী শ্রমিকেরা করোনা কাটিয়ে পেটের দায়ে রোজগারের জন্য ভিন রাজ্যে রয়েছেন তাঁদের কী হবে? ফের একবার সেই প্রশ্ন মাথা চাড়া দিচ্ছে প্রশ্ন৷ তবু সচেতনতা বাড়াতেই সংক্রমণ রুখতে সিল হল দুই সীমান্ত৷ বাংলা ও ওড়িশা প্রশাসনের রয়েছে কড়া নজরদারি৷ 

আরও পড়ুন: Covid মোকাবিলায় রাজ্যের টাস্ক ফোর্স গঠন, শীর্ষে মুখ্যসচিব

অন্যদিকে রাজ্যে বাড়তে থাকা কোভিড সংক্রমণ মোকাবিলায় ফের একটি টাস্ক ফোর্স গঠন করল স্বাস্থ্য দফতর। শুক্রবার মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়ের নেতৃত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোভিড পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সেখানেই ৬ সদস্যের একটি অ্যাপেক্স টাস্ক ফোর্স গঠন করা হয়। নয়া টাস্ক ফোর্সের শীর্ষে রয়েছেন আলাপন বন্দোপাধ্যায় নিজেই। এছাড়াও গৃহ ও পরিকল্পনা বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব, রাজ্য পুলিসের ডিজি, অর্থ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি, কলকাতা পুলিস কমিশনার ও রাজ্যের স্বাস্থ্য দফতরের সচিব। রাজ্যের সার্বিক করোনা পরিস্থিতির উপর নজরদারি চালাবেন তাঁরা। এই টাস্ক ফোর্সকে সহায়তার জন্য ৬ IAS অফিসারের একটি কার্যকমিটিও তৈরি করা হয়েছে।

.