একুশই লক্ষ্য! ফের বিজেপির রাজ্য সভাপতি পদে দিলীপ ঘোষ

ওই রিপোর্টে দিলীপ ঘোষের সভাপতি হওয়া নিয়ে অনেকে দ্বিমত পোষণ করেছিলেন বলে জানা গিয়েছিল। কিন্তু সময় গড়াতেই স্পষ্ট হয়ে যায়, ওই পদে প্রত্যাবর্তন হচ্ছেন দিলীপের

Reported By: অঞ্জন রায় | Updated By: Jan 16, 2020, 07:50 PM IST
একুশই লক্ষ্য! ফের বিজেপির রাজ্য সভাপতি পদে দিলীপ ঘোষ
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন:  দিলীপেই ভরসা রাজ্য বিজেপির। রাজ্য বিজেপির সভাপতি হিসাবে ফের নির্বাচিত হলেন সাংসদ দিলীপ ঘোষ। কিছু দিন ধরে রাজ্য সভাপতির পদ নিয়ে চলছিল জল্পনা। দৌড়ে বিজেপির রাজ্য নেতারা থাকলে, দিলীপ ঘোষ সেই দৌড়ে অনেকটায় এগিয়ে ছিলেন। গত ১২ জানুয়ারি কলকাতা ঘুরে গিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহের ‘দূত’ তথা দলের সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব। কোর কমিটির ১৫ জনের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন তিনি। নতুন বিজেপি সভাপতি হওয়া নিয়ে রিপোর্ট জমা দেন। ওই রিপোর্টে দিলীপ ঘোষের সভাপতি হওয়া নিয়ে অনেকে দ্বিমত পোষণ করেছিলেন বলে জানা গিয়েছিল। উল্লেখ্য, আজকের সভাপতি ঘোষণার বৈঠকে দেখা যায়নি বাবুল সুপ্রিয়, স্বপন দাশগুপ্তকে।  

সময় গড়াতেই স্পষ্ট হয়ে যায়, ওই পদে প্রত্যাবর্তন হচ্ছেন দিলীপের। রাজ্য দফতরে এসেছিলেন কেন্দ্রীয়মন্ত্রী তথা বিজেপির পর্যবেক্ষক কিরেন রিজিজু। তাঁকে মনোনয়নপত্র জমা দেন দিলীপ। প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত দিলীপ ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। সেক্ষেত্রে তাঁর দ্বিতীয়বার সভাপতি হওয়া কার্যত পাকা। তবে বৃহস্পতিবার ১১টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকছে। বিজেপি সূত্রে খবর, রাজ্য বিজেপির কোর কমিটির অধিকাংশ সদস্যই দিলীপ ঘোষকে পরবর্তী রাজ্য সভাপতি হিসেবে দেখতে চান। আরএসএস-রও পছন্দ দিলীপ ঘোষ। এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন,''আমি আগেও সভাপতি হতে চাইনি। জিজ্ঞাসা না করেই ঘোষণা করেছিল। এবারও সভাপতি পদে মনোনয়নপত্র জমা করলাম। কাল জানা যাবে। আমাদের দলের একটা সংবিধান রয়েছে। অনুগত সৈনিক হিসেবে দলের সিদ্ধান্ত মানতে বাধ্য।'' 

আরও পড়ুন- ফের খুন নিমতায়, মাথা থেঁতলে খুন করে পুড়িয়ে দেওয়া হল যুবকের দেহ    

সভাপতি পদে দিলীপ ঘোষের দ্বিতীয়বার নির্বাচন আচমকা ঘনিয়ে এসেছিল আশঙ্কার মেঘ। সিএএ বিক্ষোভকারীদের গুলি করে মারার নিদান দিয়েছিলেন দিলীপ ঘোষ। তার সমালোচনা করেন বাবুল সুপ্রিয়। কেন্দ্রীয়মন্ত্রী টুইট করেন,''দিলীপ ঘোষ যা বলেছেন, তা নিয়ে দল হিসেবে বিজেপির কিছুই করার নেই। উত্তরপ্রদেশ, অসমে বিজেপি সরকার কখনও কারওর ওপর গুলি চালায়নি, তা সে যে কারণেই হোক না কেন। দিলীপদার এমন মন্তব্য অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন।'' তবে কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য উড়িয়ে বলে দেন,''ভুল কিছু বলিনি। যা বলেছি দলীয় লাইন মেনেই।'' 

.