চা চর্চায় অর্জুনকে নিজে হাতে রাখি পরিয়ে 'জোটবদ্ধ বিজেপি'র বার্তা প্রচার দিলীপের

"অর্জুনের সাথে কোনও বিরোধ নেই। বিরোধীরা বিরোধের চেষ্টা করলেও লাভ হবে না।"

Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Aug 4, 2020, 03:56 PM IST
চা চর্চায় অর্জুনকে নিজে হাতে রাখি পরিয়ে 'জোটবদ্ধ বিজেপি'র বার্তা প্রচার দিলীপের

নিজস্ব প্রতিবেদন : 'বিজেপিতে ভাঙন! বিজেপিতে মন কষাকষি!' হাওয়ায় কান পাতলে এরকম নানা খবর শোনা যাচ্ছে। সমালোচকদের একাংশ বলছেন, 'সব সত্যি। রাজ্য সভাপতির কথাতেই রয়েছে তার ইঙ্গিত।' যদিও এসব বিভেদ, ভাঙনের দাবি সাফ খারিজ করে দিয়েছেন দিলীপ ঘোষ নিজে। উল্টে তিনি বল ঠেলেছেন শাসকদলের কোর্টে। এসবই তৃণমূলের চক্রান্ত বলে দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি।

এদিন উত্তর ২৪ পরগনার পলতায় 'চায়ে পে চর্চায়' যোগ দেন দিলীপ ঘোষ। সেখানেই বিভেদ তত্ত্ব খারিজ করে অর্জুন সিংয়ের হাতে নিজে রাখি পরিয়ে দেন দিলীপ ঘোষ। নিজে হাতে ব্যারাকপুরের বিজেপি সাংসদের হাতে রাখি পরে দলে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন দিলীপ ঘোষ। দলীয় কর্মীদের একসাথে জোটবদ্ধ হয়ে লড়ার ডাক দেন। সাংসদ অর্জুন সিংয়ের পাশাপাশি নোয়াপাড়ার বিধায়কের হাতেও রাখি পরান দিলীপ ঘোষ। অর্জুন সিংকে রাখি পরিয়ে দিলীপ ঘোষ বলেন, "অর্জুনের সাথে কোনও বিরোধ নেই। বিরোধীরা বিরোধের চেষ্টা করলেও লাভ হবে না। এটা একটা অপপ্রচার করা হচ্ছে। বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে তৃণমূল।"

পলতার চায়ে পে চর্চার পর এদিন দিলীপ ঘোষ জগদ্দলে ব্যারাকপুর জেলা কার্যালয়েরও উদ্বোধন করেন। আগামিকাল অযোধ্যায় রাম মন্দিরের ভুমি পুজো উপলক্ষে সেইসময় সব মন্দিরে মন্দিরে আলো জ্বালাতে ও শাঁখ- উলুধ্বনিতে পুজো করতে সবাইকে অনুরোধ করেন।

আরও পড়ুন, অভিনব কায়দায় জালিয়াতি! গ্রাহকের অজান্তেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব কোটি কোটি টাকা

.