ভারত-বাংলাদেশ সীমান্তে BSF-এর মধ্যেই 'গুলির লড়াই', নিহত ২ জওয়ান

ঘটনার পরই কম্যান্ডারের কাছে আত্মসমর্পণ করে অভিযুক্ত জওয়ান উত্তম সূত্রধর। 

Updated By: Aug 4, 2020, 02:11 PM IST
ভারত-বাংলাদেশ সীমান্তে BSF-এর মধ্যেই 'গুলির লড়াই', নিহত ২ জওয়ান
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন : এক বিএসএফ জওয়ানের গুলিতে মৃত্যু হল ব্যাটেলিয়নের অপর ২ জওয়ানের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ভাতুন গ্রাম পঞ্চায়েত এলাকায়।

জানা গিয়েছে, ভাতুন গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের মধ্যে আচমকাই 'গুলির লড়াই' বেঁধে যায়। সহকর্মী জওয়ানদের উদ্দেশে গুলি ছোঁড়ে অভিযুক্ত জওয়ান উত্তম সূত্রধর। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় কর্তব্যরত অপর ২ জওয়ান মহিন্দর সিং ভাত্তি ও অনুজ কুমার। ঘটনার পরই কম্যান্ডারের কাছে আত্মসমর্পণ করে অভিযুক্ত জওয়ান উত্তম সূত্রধর। 

মঙ্গলবার ভোর সাড়ে ৩টে নাগাদ ঘটনাটি ঘটে। এই ঘটনায় চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। গুলি চলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার আইসি। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিস৷ কী কারণে, কেন ওই জওয়ান গুলি চালালেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন, চোখের নিমেেষে 'উড়ে গেল' গোটা বাড়িটাই! শক্তিশালী বিস্ফোরণ বীরভূমে

.