পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ধরনায় দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ

যে রাজ্যে মুখ্যমন্ত্রী স্বয়ং পুলিসমন্ত্রী, সেখানে পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভে বিধায়ক

Updated By: Jun 15, 2019, 12:49 PM IST
পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ধরনায় দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ

নিজস্ব প্রতিবেদন:   পুলিসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুল এবার ধরনায় বসলেন খোদ তৃণমূল বিধায়ক। তিনি আর কেউ নন, কোচবিহারের দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ধরনায় বসেছেন তিনি। শনিবার সকাল থেকে দিনহাটার সাহেবগঞ্জে চলছে ধরনা।

 

যে রাজ্যে মুখ্যমন্ত্রী স্বয়ং পুলিসমন্ত্রী, সেখানে পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভে বিধায়ক। প্রসঙ্গত গত ৭ তারিখ প্রশাসনিক বৈঠকে পুলিসের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ক্ষোভ উগরে দেন তিন মন্ত্রী। তৃণমূল কর্মীদের নানাভাবে রাজ্যে আক্রান্ত হচ্ছেন, অভিযোগ জানানো সত্ত্বেও পুলিস অভিযুক্তদের গ্রেফতার করছে না বলে অভিযোগ। পুলিসের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়।

বিষয়টি খতিয়ে দেখার জন্য ডিজিকে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কিন্তু এরপরও রাজ্যে পুলিসের ভূমিকায় কোনও পরিবর্তন আসেনি বলে অভিযোগ তৃণমূলের নেতামন্ত্রীদের। পুলিসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে শুক্রবার সকাল থেকে ধরনায় বসলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ।  কিন্তু হঠাত্ কেন তৃণমূলের পুলিসি-বিরোধিতা? বিষয়টি নিয়ে শোরগোল রাজনৈতিক মহলে।

.