হটস্পটে বাড়ি, সরকারি নির্দেশ উড়িয়েই পৌঁছলেন পুরুলিয়ার ২ চিকিৎসক

সরকার স্পষ্টই জানিয়েছে, ৭দিন টানা কাজ করবেন স্বাস্থ্যকর্মীরা। এরপর টানা ৭ দিন ছুটিতে থাকবেন কর্মবিরতির সময় সরকারেরই ঠিক করে দেওয়া জায়গায় থাকতে হবে চিকিত্‍সকদের।

Updated By: Apr 25, 2020, 11:15 PM IST
হটস্পটে বাড়ি, সরকারি নির্দেশ উড়িয়েই পৌঁছলেন পুরুলিয়ার ২ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদন: সরকারি নির্দেশকে থোড়াই কেয়ার। ৭ দিনের কর্মবিরতির সুযোগে সাড়ে তিনশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাড়ি ফিরে গেলেন পুরুলিয়ার কুশটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিত্‍সক কিংশুক কর্মকার। 

আরও পড়ুন: অভিনব বিক্ষোভ কর্মসূচি, ঘরে বসেই রাজ্য সরকারের বিরোধিতায় বিক্ষোভ দেখাবে বিজেপি

সরকার স্পষ্টই জানিয়েছে, ৭দিন টানা কাজ করবেন স্বাস্থ্যকর্মীরা। এরপর টানা ৭ দিন ছুটিতে থাকবেন কর্মবিরতির সময় সরকারেরই ঠিক করে দেওয়া জায়গায় থাকতে হবে চিকিত্‍সকদের। সেসব নির্দেশকে শিকেয় তুলে হটস্পট এলাকায় বাড়ি হওয়া সত্বেও ঝুঁকি নিয়ে নিজের বাড়ি যান চিকিত্‍সক। 

আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত ৩৮, রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪২৩
 

একই অভিযোগ উঠেছে বিথীকা মোল্লা নামে আরও এক চিকিত্‍সকের বিরুদ্ধে। এনিয়ে প্রতিক্রিয়া জানাতেও রাজি হননি অভিযুক্ত চিকিত্‍সক। নিয়ম ভাঙায় মদত দিয়েছেন BMOH। হাসপাতালেরই এক সহকর্মীর অভিযোগ, তার সম্মতিতেই বাড়ি পাড়ি দিয়েছেন দুই চিকিত্‍সক। জেলা শাসক জানিয়েছেন, গোটা ঘটনাই খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন তিনি।

.