শীতে উদ্বেগ বাড়বে, ফেব্রুয়ারিতে জনসংখ্যার অর্ধেকেরও বেশি করোনা আক্রান্ত হতে পারেন!
তবে একই সঙ্গে প্যানেলের মত সঠিক ভাবে বিধিনিষেধ মেনে চললে আগামী বছরেই নিয়ন্ত্রণে আসবে করোনা।
নিজস্ব প্রতিবেদন: ফেব্রুয়ারি মাসের মধ্যেই দেশের জনসংখ্যার ৫০ শতাংশই করোনা আক্রান্ত হবেন। এমনটাই মত করোনা বিষয়ক সরকারি প্যানেলের। প্যানেল সদস্য তথা কানপুর আইআইটির অধ্যাপক মনীন্দ্র আগরওয়াল জানিয়েছেন অঙ্কের হিসেবে এখনও পর্যন্ত দেশের তিরিশ শতাংশ নাগরিক করোনা আক্রান্ত, যা ফেব্রুয়ারিতে পঞ্চাশ শতাংশে পৌঁছবে।
আরও পড়ুন: পুজোর সমস্ত আয়োজন ভেস্তে যাবে, আশঙ্কায় ফের হাইকোর্টে যাচ্ছে ফোরাম ফর দুর্গোত্সব
প্যানেলের মতে, বর্তমান করোনা ভাইরাস যে গতিতে ছড়াচ্ছে তা সরকারের সেরোলজিক্যাল সার্ভের হিসেবের থেকে বেশি দ্রুত। সেরোলজিক্যাল সার্ভের মতে সেপ্টেম্বর পর্যন্ত দেশের ১৪ শতাংশ করোনা আক্রান্ত। পাশাপাশি পুজোর পরে এবং শীতে সংক্রমণ গ্রাফ ঊর্ধ্বমূখী হতে পারে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের। তবে একই সঙ্গে প্যানেলের মত সঠিক ভাবে বিধিনিষেধ মেনে চললে আগামী বছরেই নিয়ন্ত্রণে আসবে করোনা।