Duare Sarkar: পার্টি অফিস থেকে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম বিলি! তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের

মেদিনীপুর সদর ব্লকের কঙ্কাবতী তৃণমূল কংগ্রেস কার্যালয়ের বাইরে রীতিমতো নোটিস দিয়ে জানানো হয়েছে সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত দলীয় কার্যালয়ে নেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম

Updated By: Aug 20, 2021, 10:22 PM IST
Duare Sarkar: পার্টি অফিস থেকে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম বিলি! তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের

নিজস্ব প্রতিবেদন :লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। পার্টি অফিস থেকেই চলছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম বিতরণ। এমন ছবি প্রকাশ্যে আসার পরই রীতিমতো চাপে তৃণমূলের পঞ্চায়েত সদস্য। ঘটনা নিয়ে শাসকদলকে তীব্র কটাক্ষ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের। খতিয়ে দেখার আশ্বাস জেলা তৃণমূল সভাপতির।

আরও পড়ুন-Post Poll Violence: হাইকোর্টের রায়ের পর তৎপর CBI, নথি চেয়ে মেল রাজ্য পুলিসের ডিজি-কে

মেদিনীপুর সদর ব্লকের কঙ্কাবতী তৃণমূল কংগ্রেস কার্যালয়ের বাইরে রীতিমতো নোটিস দিয়ে জানানো হয়েছে সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত দলীয় কার্যালয়ে নেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম। সেই মতো শুক্রবার সকাল থেকে দলীয় কার্যালয়ের সামনেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা দেওয়ার লম্বা লাইন পড়ে যায়। ভিড়ের চাপে দুপুর ২ টোর মধ্যেই শেষ হয়ে যায় ফর্ম বিলি।

এলাকাবাসীর দাবি, দুদিন ধরে চলছে ফর্ম বিলি ও জমা দেওয়ার কাজ। তবে শুক্রবার বেলায় ফর্ম শেষ হয়ে যাওয়ায় ফর্ম তুলতে পারেনি বহু মানুষ। হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছে অনেককে। এই ঘটনা নিয়ে কঙ্কাবতীর পঞ্চায়েত সদস্য বাবাই মাঝিকে প্রশ্ন করা হলে রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে যান তিনি। প্রথমে পুরো বিষয়ে অস্বীকার করেন। পরে তাঁর দাবি, তাঁর পরিবারের সদস্যদের জন্যই পার্টি অফিস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফর্ম পূরণের কাজ করা হচ্ছিল। অস্বস্তি এড়াতে জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরার দাবি, এ ধরনের ঘটনা সম্পূর্ণ বেআইনি। এমন ঘটনা ঘটে থাকলে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন-Afghanistan: সঙ্ঘমিত্রা দফাদার হয়েছিলেন সোনা খান, তালিবানি শাসন থেকে ফিরতে চাইছেন কলকাতায়

ঘটনা নিয়ে শাসক শিবিরকে কড়া ভাষায় নিশানা করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।  তার দাবি,সরকারি সম্পত্তি এখন হয়ে গিয়েছে তৃণমূলের দলীয় সম্পত্তি। লক্ষ্মীর ভান্ডারের নামে ভান্ডার লুঠের চেষ্টা করছে তৃণমূল, দাবি রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের। সব মিলিয়ে এই ঘটনায় চরম অস্বস্তিতে শাসক শিবির।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.