বরুণ সেনগুপ্ত: মুখ্যমন্ত্রীর দুর্গাপুজোর অনুদানের টাকা কাউন্সিলরের স্বামীর ব্যক্তিগত অ্যাকাউন্টে! গত ২ বছর ধরে টিটাগড় পুরসভার কাউন্সিলর মৌসুমী ভট্টাচার্যের স্বামীর ব্যক্তিগত অ্যাকাউন্টে পড়ছে মুখ্য়মন্ত্রীর পুজো অনুদানের টাকা। মুখ্যমন্ত্রীর পুজো অনুদানের টাকা পুজো কমিটির বদলে কাউন্সিলরের স্বামীর ব্যক্তিগত কোম্পানির অ্যাকাউন্টে ঢুকছে গত ২ বছর ধরে। অভিযোগ তেমনই। এখন চেকের ছবি ভাইরাল হতেই খবরটি জানাজানি হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুজো কমিটির  সম্পাদক দেবব্রত ভট্টাচার্য। তিনি টিটাগড় পুরসভার কাউন্সিলর এবং মেয়র পারিষদ মৌসুমি ভট্টাচার্যের স্বামী। সেই সুবাদে বিবেক নগর সার্বজনীন দুর্গা পুজা কমিটির সম্পাদক। অভিযোগ, ২০২২ সালের পুজো কমিটির অনুদান ৬০০০০ হাজার টাকা এবং ২০২৩ সালের পুজো কমিটির অনুদান ৭০০০০ টাকা গিয়ে ঢুকেছে দেবব্রত ভটাচার্যের নিজস্ব কোম্পানি দেবমাল্য এন্টারপ্রাইজের অ্যাকাউন্টে। কাউন্সিলরের ছেলে দেবমাল্য ভট্টাচার্য। ছেলের নামেই কোম্পানির নাম দেবমাল্য এন্টারপ্রাইজ। সেই অ্যাকাউন্টে গিয়েই ঢোকে পুজো অনুদানের টাকা।


তা নিয়েই বিতর্কের সূত্রপাত! যদিও টাকা বিতর্কে উলটো সাফাই গেয়েছেন কাউন্সিলর ও কাউন্সিলরের স্বামী। তাঁদের দাবি, পুজো কমিটির কোনও অ্যাকাউন্ট ছিল না! তাই তাঁরা পুজোর অনুদানের টাকা নিজেদের ব্যক্তিগত কোম্পানির নামে নিয়েছে। যেহেতু কাউন্সিলরের স্বামী দেবব্রত ভট্টাচার্য পুজো কমিটির সম্পাদক। কাউন্সিলর দম্পতির আরও সাফাই, তাঁরা জানতেন না যে তাঁদের পুজো কমিটির অ্যাকাউন্ট আছে। খড়দহ থানার পুলিস অফিসার এবং ট্রেজারি এই টাকা তাঁদের অ্যাকাউন্টে দিয়েছে।


প্রসঙ্গত, এবার ক্লাবগুলোকে ৮৫ হাজার টাকা পুজো অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। বাজেট ঘোষণার দিনই পুজো কমিটিগুলিকে বাড়তি অনুদানের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জানান, এবার ক্লাবগুলোকে বাড়তি অনুদান দেওয়া হবে। ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮৫ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মমতা। এমনকি, আগামী বছর ১ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। মমতা বলেন, "ক্লাবগুলোকে ২৫ হাজার দিয়ে শুরু করেছিলাম। এবার ক্লাবগুলোকে ৮৫ হাজার টাকা অনুদান দেব। আগের বার ৭০ হাজার টাকা দিয়েছিলাম। আগামী বছর ১ লাখ করে দেব।" 


আরও পড়ুন, Kakdwip:দিনের পর দিন স্কুলে মত্ত প্রধানশিক্ষক, পুলিসে দিল এলাকাবাসী



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)