জেলায় জেলায় দুর্গা পুজো কার্নিভাল আয়োজনের সিদ্ধান্ত নবান্নের

Updated By: Oct 5, 2017, 03:07 PM IST
জেলায় জেলায় দুর্গা পুজো কার্নিভাল আয়োজনের সিদ্ধান্ত নবান্নের

ওয়েব ডেস্ক: রেড রোডে দুর্গাপুজো কার্নিভালের সাফল্যের পর এবার জেলায় জেলায় তা ছড়িয়ে দিতে উদ্যোগী হল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্ন সূত্রে জানা গিয়েছে, পরের বছর প্রতিটি জেলায় পুজো কার্নিভাল আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। সেখানে থাকবে ২৫টি করে প্রতিমা।

আরও পড়ুন - দার্জিলিংয়ে দিলীপকে নিয়ে বিশাল মিছিল মোর্চার

গত মঙ্গলবার রেডরোডে ছিল দ্বিতীয় দুর্গাপুজো কার্নিভাল। তাতে কলকাতা ও হাওড়ার নামকরা প্রতিমা দর্শনের সুযোগ হয় রাজ্যবাসীর। সঙ্গে বর্ণাঢ্য শোভাযাত্রা। নবান্নের কর্তাদের দাবি, কলকাতা ছাড়াও জেলার একাধিক পুজো কমিটি কার্নিভালে যোগ দিতে চেয়ে আবেদন করেন। কিন্তু শেষ পর্যন্ত সময়ের কারণে তাঁদের স্থান দেওয়া যায়নি। এর পরই কলকাতার মতো জেলায় জেলায় পুজো কার্নিভালের আয়োজনের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দেখা যাবে জেলার সেরা প্রতিমাগুলিকে। 

 

 

.