Durgapur Nurse: ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিল নার্স মেয়ে, হস্টেলে খোঁজে গিয়ে বাবা পেলেন পচাগলা দেহ
Durgapur Nurse: ওই ঘটনা দুর্গাপুর নিউ টাউনসিপের টেটিখোলা এলাকায় জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। শোকস্তব্ধ হয়ে যায় গোটা এলাকা
চিত্তরঞ্জন দাস: ভিন রাজ্যে নার্সের কাজে গিয়ে যুবতীর রহস্যমৃত্যু। মহিলা হস্টেল থেকে উদ্ধার তাঁর পচাগলা দেহ। মৃত নার্সের নাম বিউটি রানা (৩০)। এনিয়ে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের নিউ টাউনশিপ এলাকার টোটিখোলায়। ডিসেম্বর মাসের ২১ তারিখে বিউটির সঙ্গে শেষবার যোগাযোগ হয় পরিবারের।
আরও পড়ুন-গঙ্গাসাগর মেলা উপলক্ষে চলবে ১২ স্পেশাল ট্রেন, জেনে নিন সময়সূচি
পরিবারের বক্তব্য, তিন বছর ধরে ঝাড়খণ্ডের দেওঘরের একটি বেসরকারি হাসপাতালে নার্সের কাজ করতেন বিউটি রানা। গত বছর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে বিউটির সঙ্গে যোগাযোগ হওয়ার পর আর কথা না হওয়ায় চিন্তিত হয়ে পড়ে পরিবার-পরিজনেরা। শুক্রবার বিউটির বাবা পরেশ রানা দেওঘরের মহিলা হোস্টেলে গিয়ে বিউটির রুমে যান। সেখানে গিয়ে দেখেন বিউটির পচা গলা দেহ পড়ে আছে।
ওই ঘটনা দুর্গাপুর নিউ টাউনসিপের টেটিখোলা এলাকায় জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। শোকস্তব্ধ হয়ে যায় গোটা এলাকা। প্রতিবেশী মৌসুমী সাহার দাবি,"পাঁচ বছর আগে বিউটির বিয়ে হয়। বিউটির ৪ বছরের একটি সন্তানও রয়েছে। তিন বছর ধরে দেওঘরের ওই হাসপাতালে বিউটি কাজ করত। দু'বছর আগে পর্যন্ত দেওঘরের ওই হোস্টেলেই ছেলেকে সঙ্গে নিয়ে থাকত সে। ছেলেকে দেখভালের জন্য আমি ছিলাম। কয়েক মাস আগে বিউটির ছেলেকে সঙ্গে নিয়ে দুর্গাপুরের টোটি খোলায় ফিরে আসি। বিউটি তারপর থেকে একাই ছিল সেখানে। ডিসেম্বর মাসের ২১ তারিখ থেকে তার সাথে আর ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না। চিন্তিত হয়ে পরি আমরা। বিউটির বাবা সেখানে গিয়ে দেখে বিউটির পচাগলা দেহ দেহ। কী কারনে মৃত্যু হল আমরা বুঝে উঠতে পারছি না।
"বিউটির মা মিনতি রানার দাবি,"মেয়ের সাথে কারো শত্রুতা ছিল না তবে তার সহকর্মীদের হিংসা ছিল। তারাই আমার মেয়েকে মেরে ফেলে দিল।" তবে কী কারণে মৃত্যু? খুন না আত্মহত্যা না এর পিছনে রয়েছে অন্য কোন কারণ সে নিয়েও তদন্ত শুরু করেছে ঝাড়খন্ড পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)