নিজস্ব প্রতিবেদন: সিকিমে ফের ভূমিকম্প। তার প্রভাব পড়ল উত্তরবঙ্গের একাংশের। রবিবার রাত ৮.৩৯ মিনিট নাগাদ উত্তরবঙ্গের একাংশে অনুভূত হয় কম্পন। ভূমিকম্পের উপকেন্দ্র সিকিমের রাজধানী গ্যাংটকের কাছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.০। 

রবিবার রাতে তীব্র কম্পন অনভূত হয় সিকিম, দার্জিলিং-সহ উত্তরবঙ্গের একাংশে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.০। ভূমিকম্পের কেন্দ্রস্থল গ্যাংটক থেকে ১২ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্র। সিকিমের গ্যাংটকের পশ্চিমে ১২ কিলোমিটার দূরে। রবিবার রাত ৮টা ৩৯ মিনিট নাগাদ ভূমিকম্প হয়। কম্পনের জেরে মানুষ বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।   

আরও পড়ুন-তৃণমূলের সঙ্গে জোট করলে রাজ্যে কংগ্রেসের সাইনবোর্ডও থাকবে না: Bikash

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

English Title: 
Earth Quake in parts of north bengal
News Source: 
Home Title: 

সিকিমে ভূমিকম্প, কম্পন দার্জিলিং-সহ উত্তরবঙ্গের একাংশে 

সিকিমে ভূমিকম্প, কম্পন দার্জিলিং-সহ উত্তরবঙ্গের একাংশে
Yes
Is Blog?: 
No
Section: