ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা

পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের এলাকাগুলিতে কম্পন অনুভূত হয়। 

Updated By: Aug 28, 2018, 08:41 PM IST
ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা

নিজস্ব প্রতিবেদন: ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের এলাকাগুলিতে কম্পন অনুভূত হয়। মূলত, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। এছাড়াও খড়্গপুর, গোপীবল্লভপুরে কম্পন অনুভূত হয়।  মঙ্গলবার  সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কেঁপে ওঠে পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঘাটাল শহরে বেশ ভালো মতো কম্পন অনুভূত হয়েছে। খাতড়়াতেও তীব্রতা ছিল বেশ ভালো। 

আবহাওয়া দফতর জানাচ্ছে, এদিনের কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.০। কম্পনের উপকেন্দ্র ছিল হুগলি জেলায়। সন্ধ্যা ৬.৩৩ মিনিটে কম্পন অনুভূত হয় বলে জানাচ্ছে হাওয়া অফিস। কলকাতা থেকে কম্পনের উপকেন্দ্রের দূরত্ব ছিল মাত্র ৭০ কিলোমিটার। ভূপৃষ্ঠের থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্র। 

 

এদিনের কম্পন কলকাতা থেকে অনুভূত না হলেও পশ্চিমের জেলাগুলিতে তীব্র কম্পন টের পান বাসিন্দারা। অনেকেই তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। ভর সন্ধ্যায় এহেন প্রাকৃতিক দুর্যোগে এলাকা জুড়ে আতঙ্ক ছড়ায়। যদিও ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।

 

.