রবিবাসরীয় সকালে ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্যের একাধিক জেলা

রাজ্যের একাধিক জেলায় ভূমিকম্প। দক্ষিণবঙ্গে কম্পন বেশি অনুভূত হয়।

Updated By: May 26, 2019, 11:48 AM IST
রবিবাসরীয় সকালে ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্যের একাধিক জেলা

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের একাধিক জেলায় ভূমিকম্প। সকাল ১০টা বেজে ৪০ মিনিট কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে কেঁপে ওঠে মালদা, বর্ধমান। বাঁকুড়া, পুরুলিয়াতেও অনুভূত কম্পন।

কয়েক সেকেন্ড কম্পন অনভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৮। কেঁপে ওঠে বাড়ির আসবাপত্র, ফ্যান, খাট-বিছানা। আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসে মানুষ। অনেক মহিলাকে শঙ্খ বাজাতে দেখা যায়। আসানসোল, দুর্গাপুরেও কম্পন অনুভূত হয়। কম্পন টের পাওয়া যায় বীরভূমেও। আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্য়ে। তবে কয়েক সেকেন্ড স্থায়ী ছিল কম্পন। বাঁকুড়া থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্র।

 

.