Kolaghat: অনলাইনেই সমাধান, নবি মুম্বই থেকে রূপনারায়ণের গৌরাঙ্গ ঘাটে তর্পণ করলেন হাওড়ার বাসিন্দা

অভিনব এই উদ্যোগ রীতিমতো উত্সাহের সঙ্গে উপভোগ করলেন গৌরাঙ্গ ঘাটে তর্পণ করতে আসা মানুষজন

Updated By: Oct 6, 2021, 01:26 PM IST
Kolaghat: অনলাইনেই সমাধান, নবি মুম্বই থেকে রূপনারায়ণের গৌরাঙ্গ ঘাটে তর্পণ করলেন হাওড়ার বাসিন্দা

নিজস্ব প্রতিবেদন: ইন্টারনেটের যুগে সবকিছু এখন হাতের মুঠোয়। পুজোতেও তাতে খামতি নেই। ভিন রাজ্য থেকে অনলাইনেই মহালয়ার তর্পণ সারলেন এক ব্যক্তি।

কর্মসূত্রে মহারাষ্ট্রের নবি মুম্বইয়ে থাকেন হাওড়ার বাসিন্দা শুভময় রুদ্র। বুধবার সকালে সেখান থেকেই সারলেন মহালয়ার তর্পণ। কোলাঘাটে রূপনারায়ণ নদের তীরে গৌরাঙ্গ ঘাট থেকে অনলাইনেই হল মন্ত্র উচ্চারণ।

আরও পড়ুন-Weather Today: মেঘলা আকাশে ভ্যাপসা গরম, মহালয়ার দিনেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

কোলাঘাটের পুরোহিত দিব্যেন্দু ভট্টাচার্যকে আগে থেকেই চিনতেন শুভময়বাবু। কোভিড আবহে মহারাষ্ট্রে বাইরে বেরিয়ে তর্পণ করার ক্ষেত্রে সমস্যা রয়েছে। একথা তিনি জানান দিব্যেন্দুবাবুকে। সেই সমস্যার সমাধান হল কোলাঘাটের গৌরাঙ্গঘাট থেকেই। কোলাঘাট থেকেই শুভময়বাবুর পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণের মন্ত্র উচ্চারিত হল।

আরও পড়ুন-Coal Scam: কয়লা পাচার মামলায় সশরীরে হাজিরার নির্দেশ, পাতিয়ালা হাউস কোর্টের রায়কে দিল্লি হাইকোর্টে...

অভিনব এই উদ্যোগ রীতিমতো উত্সাহের সঙ্গে উপভোগ করলেন গৌরাঙ্গ ঘাটে তর্পণ করতে আসা মানুষজন। এনিয়ে শুভময় রুদ্র জানান, এভাবে অনলাইনে আমরা যদি এরকম বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিই তাহলে আমরা হয়তো মহামারীর হাত থেকে বাঁচতে পারি। পাশাপাশি, দুরে থেকেই ধর্মীয় রীতিনীতি পালন করতে পারি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.