Governor CV Ananda Bose| Bratya Basu: '১৫ দিনের মধ্যে বাংলা থেকে চলে যেতে হবে', রাজ্যপালকে কড়া হুঁশিয়ারি ব্রাত্যের!
ঘটনাটি ঠিক কী? বাংলায় যখন রাজ্য়পাল হয়ে এসেছিলেন, তখন সিভি আনন্দ বোসের জন্য রাজভবনে 'হাতেখড়ি' অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্য সরকার। কিন্তু সেই রাজ্য়পালের সঙ্গেই এখন রাজ্যের সংঘাত তুঙ্গে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: '১৫ দিনের মধ্যে বাংলা থেকে চলে যেতে হবে'। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে এবার কড়া হুঁশিয়ারি দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু। বললেন, 'তাঁকে যেতে হবে… আজ হোক বা কাল। কেরলে ফিরে যেতে হবে'।
আরও পড়ুন: Loksabha Election Result: লোকসভা ভোটে জয়ের পর পদত্যাগ তৃণমূল প্রধান ও উপপ্রধানদের!
ঘটনাটি ঠিক কী? বাংলায় যখন রাজ্য়পাল হয়ে এসেছিলেন, তখন সিভি আনন্দ বোসের জন্য রাজভবনে 'হাতেখড়ি' অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্য সরকার। কিন্তু সেই রাজ্য়পালের সঙ্গেই এখন রাজ্যের সংঘাত তুঙ্গে।
এদিন ব্রাত্য বলেন, ‘রাজ্যপালকে নিয়ে আমি ভাবছি না। আর দিন সাত-দশেক, বা ১৫ দিন… তারপর রাজ্যপালকে যেতে হবে। আমি তাঁকে বার বার বলেছিলাম, আপনার মতি ফিরুক। সরকারের সঙ্গে সহযোগিতা করুন। মুখ্যমন্ত্রীর কথা মেনে নিন। তিনি তিনবারের বিপুল জনাদেশ পাওয়া মুখ্যমন্ত্রী। এখানে এসে জলে নেমে কুমিরের সঙ্গে লড়াই করবেন না। কিন্তু তিনি শুনলেন না। সেটা তাঁর ব্যাপার। কিন্তু তাঁকে যেতে হবে… আজ হোক বা কাল। কেরলে ফিরে যেতে হবে'।
এর আগেও, রাজ্যপালকে নিশানা করেছিলেন শিক্ষামন্ত্রী। বলেছিলেন, 'একটা সাদা হাতির মতো পদ, যেটা তৈরি করা হয়েছিল বিশ্ববিদ্যালয়গুলিকে,কখনও মাদ্রাজ, কখনও কলকাতা, কখনও বোম্বে, বিশ্ববিদ্যালয়গুলিকে নিয়ন্ত্রণ করার জন্য। সে পদ রাখার আদৌ কোনও যৌক্তিকতা আছে কি? যার সঙ্গে কোনও ভালো-মন্দ কিছু নেই। ওখানে আর কবির দরকার কী? রাজভবনে কবি বসে আছেন'! রাজ্যপালের নাম না করে তিনি বলেন, 'আপনি তো মুখ্যমন্ত্রীকে অপমান করছেন। আপনিই তো জুনিয়র অ্যাপয়েন্টি'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)