দেশ জুড়ে পালিত খুশির ইদ, রেড রোডে সম্প্রীতির বার্তা মমতার, শুভেচ্ছা রাষ্ট্রপতি-মোদীর
দেশ জুড়ে পালিত হচ্ছে খুশির ইদ। রমজান মাসের শেষে দেশের বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ স্থান এবং মসজিদগুলির সামনে নমাজ পড়া হয়।
নিজস্ব প্রতিবেদন: দেশ জুড়ে পালিত হচ্ছে খুশির ইদ। রমজান মাসের শেষে দেশের বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ স্থান এবং মসজিদগুলির সামনে নমাজ পড়া হয়।
মঙ্গলবার ইদের চাঁদ দেখা গিয়েছিল। তখনই জানিয়ে দেওয়া হয়েছিল যে বুধবারই দেশ জুড়ে পালিত হবে ইদ। বুধবার সকালে রেড রোডেও নমাজ পড়েন কয়েকশো মানুষ। অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। এদিনও রেড রোড থেকে সম্প্রীতির বার্তা দেন তিনি।
#EidMubarak to all fellow citizens, especially to our Muslim brothers and sisters in India and abroad. The festival of Idu’l Fitr strengthens our belief in charity, fraternity and compassion. May this happy occasion bring joy and prosperity to everyone’s lives #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) June 5, 2019
ইদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
সকলকে জানাই খুশীর ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। ধর্ম যার যার, উৎসব সবার। আসুন, বৈচিত্রের মধ্যে ঐক্যের এই ধারাকে বজায় রাখি। একতাই সম্প্রীতি - এটাই হোক আমাদের মন্ত্র। #EidMubarak pic.twitter.com/4F56ex3bGP
— Mamata Banerjee (@MamataOfficial) June 4, 2019