Municipal Election 2022: প্রয়াত সিপিএম প্রার্থী, ভোট স্থগিত ভাটপাড়া পুরসভার একটি ওয়ার্ডে

পুরভোটে অশান্তি অব্যাহত রাজ্যে।

Updated By: Feb 26, 2022, 06:28 PM IST
Municipal Election 2022:  প্রয়াত সিপিএম প্রার্থী, ভোট স্থগিত ভাটপাড়া পুরসভার একটি ওয়ার্ডে

নিজস্ব প্রতিবেদন: রাত পোহালেই পুরভোট (Municipal Election 2022)। প্রস্তুতি যখন শেষ পর্যায়ে, তখনই ছন্দপতন! প্রয়াত সিপিএম প্রার্থী। ভোট স্থগিত উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার (Bhatpara Municipality) ৩ নম্বর ওয়ার্ডে।

ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী ছিলেন বাবলি দে। দিন তিনেক আগে আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। ভর্তি করা হয়েছিল বেসরকারি হাসপাতালে। কী হয়েছিল? মস্তিষ্কে রক্তক্ষরণ। চিকিৎসা চলছিল, কিন্তু শেষরক্ষা হল না। এদিন ভোরে হাসপাতালে মারা যান বাবলি দে । ফলে রবিবার ভোট হচ্ছে না ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে। সিপিএম প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত রাখা হবে বলে জেলা নির্বাচন কমিশন সূত্রে খবর।

আরও পড়ুন: Municipal Election 2022: "উৎসবের মেজাজে ভোট হোক", জাগো বাংলায় নির্দেশ TMC-র

এদিকে পুরভোটের আগে অশান্তি অব্যাহত রাজ্যে। উত্তর ২৪ পরগনারই টিটাগড় পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে গতকাল, শুক্রবার রাতে 'বোমাবাজি'  হয় তৃণমূলের নির্বাচনী কার্যালয়ে। গুরুতর জখম হন দলের এক কর্মী। ওই ওয়ার্ডে শাসকদলের প্রার্থী বিকাশ সাউয়ের অভিযোগ, রাতে চার যুবক নির্বাচনী কার্যালয়ে সামনে এসে বোমাবাজি করেছে। অভিযোগের তির বিজেপির দিকে। অভিযোগ অস্বীকার গেরুয়াশিবিরে।

আরও পড়ুন: Udayan Guha: ''মাথা গুড়িয়ে দেব''! বিধায়ক উদয়ন গুহের বাড়ির সামনে হুমকি পোস্টার

মুর্শিদাবাদের ধূলিয়ানে আক্রান্ত পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, তৃণমূল নেতা মেহবুব আলম। অভিযোগ, রাতে তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.