সায়ন্তন বসুর বক্তব্য নিয়ে জেলাশাসকের রিপোর্ট তলব কমিশনের

''আধা সেনাকে বলব পায়ে নয়, বুকে গুলি করুন।''

Updated By: Mar 27, 2019, 08:08 PM IST
সায়ন্তন বসুর বক্তব্য নিয়ে জেলাশাসকের রিপোর্ট তলব কমিশনের

নিজস্ব প্রতিবেদন : বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর বক্তব্য সম্পর্কে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। উত্তর ২৪ পরগনা জেলাশাসক অন্তরা আচার্যের কাছ থেকে সায়ন্তন বসুর সম্পর্কে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। উল্লেখ্য , আগেই সায়ন্তন বসুর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিস। বসিরহাটের সভা থেকে উস্কানিমূলক মন্তব্যের জন্যই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

বসিরহাটের একটি সভা থেকে কর্মীদের উদ্দেশে তিনি বলেন, '' ভোটের দিন পুলিসকে থানায় আটকে রাখুন। বুথ দখল করতে এলে গুলি করুন।'' এরপরই তিনি বলেন, ''আধা সেনাকে বলব পায়ে নয়, বুকে গুলি করুন।'' জনসভায় সায়ন্তন বসু বলেন, ''বেচাল করলে চাল ঠান্ডা করে দেব। কত ঔরঙ্গজেবকে ঠিক করেছি, একটা দুটো শাহজাহান ঠিক করতে পারব না!" কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, "এই লড়াই গণতন্ত্র বাঁচানোর। মার খেয়ে প্যানপ্যান করবেন না। মার খেয়ে পাল্টা মার দিয়ে ফোন করবেন। অত্যাচার করলে ছাড়বেন না। যারা মারতে আসবে তাদের মেরে মরবেন।''

আরও পড়ুন, বিমানবন্দরে অভিষেকের স্ত্রীকে 'হেনস্থা', কমিশনে রিপোর্ট জমা জেলাশাসকের

সায়ন্তন বসুর এই মন্তব্যের পরই ঝড় ওঠে রাজ্য রাজনীতিতে। শাস্তির দাবি তুলে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় তৃণমূল কংগ্রেস। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক পাল্টা বলেন, ''ওরা পাগল হয়ে গিয়েছে। বাজার গরম করতে এসব কথা বলছে। নিজেরাই হতাশ ওরা।''

.