Sukanta Majumdar: অশোক স্তম্ভকে চূড়ান্ত অপমান, উপ নির্বাচনের আগে সুকান্ত মজুমদারকে শো কজ কমিশনের

Sukanta Majumdar: বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, নির্বাচন কমিশন যখন কাউকে শো কজ করে তখন স্বাভাবিকভাবেই মন্তব্য করতে চাই না। তবে বলতে চাই কিছু আইপিএসের যে আচরণ তাতে মানুষ তিতিবিরক্ত

Updated By: Nov 11, 2024, 04:12 PM IST
Sukanta Majumdar: অশোক স্তম্ভকে চূড়ান্ত অপমান, উপ নির্বাচনের আগে সুকান্ত মজুমদারকে শো কজ কমিশনের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্যের ৬ বিধানসভায় উপ নির্বাচনের আগে ধাক্কা রাজ্য বিজেপি শিবিরে।  তৃণমূল কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে শো কজ করল নির্বাচন কমিশন। কেন এই শো কজ? তৃণমূলের অভিযোগ অশোক স্তম্ভকে চূড়ান্ত অপমান করেছেন সুকান্ত মজুমদার। আজ রাত আটটার মধ্যেই ওই শো কজের জবাব দিতে হবে তাঁকে।

আরও পড়ুন-রেড কর্নার নোটিস পাঠিয়ে হাসিনাকে দেশে ফেরাচ্ছে বাংলাদেশ, তার আগেই বড় পদক্ষেপ ইউনূস সরকারের

নির্বাচনী প্রচারে গিয়ে অশোক স্তম্ভের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনে দরবার করে তৃণমূল কংগ্রেস। পুলিসের উর্দিতে থাকা অশোক স্তম্ভ নামিয়ে আনার কথা বলেন সুকান্ত। তিনি একদিকে বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী। এনিয়ে অভিযোগ জানান ডেরেক ওব্রায়েন ও সুদীপ বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধেয় উপ নির্বাচনের প্রচার শেষ হচ্ছে। তার মধ্যেই এমন নোটিস দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন।

এনিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, নির্বাচন কমিশন যখন কাউকে শো কজ করে তখন স্বাভাবিকভাবেই মন্তব্য করতে চাই না। তবে বলতে চাই কিছু আইপিএসের যে আচরণ তাতে মানুষ তিতিবিরক্ত। তাদের অনেকে দলবাজি করে যাচ্ছেন। এটা মোটেই দেশের সংবিধান মেতাবেক নয়। সেই কথাটাই হয়তো সুকান্ত মজুমদার বলেছেন। এতে কোনও ধাক্কা দলে লাগবে না। কিছু আইপিএস যেভাবে তৃণমূল হয়ে চলছেন তাতে তাদের চাকরি ছেড়ে তৃণমূলে ঝান্ডা ধরা উচিত।

অন্যদিকে, শো কজ নিয়ে সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, যে মন্তব্য সুকান্ত মজুমদার করেছেন তা অত্যন্ত আপত্তিকর। আমাদের দেশের অধিকাংশ নেতা রুচিসম্মত মন্তব্য করতে ভুলে যাচ্ছেন। অশোক স্তম্ভকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা তো জাতীয় স্মারককে অপমান করা। এই জাতীয় স্মারক নিয়েই ওরা খুব রাষ্ট্রবাদী রাষ্ট্রবাদী বলে লাফায়। কিন্তু নিজেদের ভূমিকাতেও যে গোলমাল আছে সেই বোধটাই ওদের নেই। নির্বাচন কমিশন যা করেছেন তা ঠিকই করেছেন।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

.