হাতির ভয়ে রাত জাগছে মেদিনীপুর শহর!

পশ্চিম মেদিনীপুরের নন্দনগাড়ির জঙ্গল। গত দশ বারো দিন ধরে এলাকায় ঘুরে চলেছে প্রায় চল্লিশটি হাতির একটি দল। 

Updated By: Nov 14, 2018, 05:30 PM IST
হাতির ভয়ে রাত জাগছে মেদিনীপুর শহর!

নিজস্ব প্রতিবেদন:  মেদিনীপুর শহরে হাতি আতঙ্ক। রাত জেগে পাহাড় চলছে। কোনওভাবেই যাতে হাতির দল শহরে না ঢুকতে পারে তারজন্য আগুন জ্বালিয়ে পালা করে রাত জাগছেন স্থানীয়রা। ৪০টি হাতির একটি দল মেদিনীপুর সদর ব্লকের নন্দগাড়ির জঙ্গলে রয়েছে গত দশ বারোদিন ধরে।

আরও পড়ুন: বর কাজে যাওয়ার পর ছেলেকে নিয়ে বাথরুমে যান মহিলা, তারপর তাদের যে অবস্থায় দেখলেন প্রতিবেশীরা...

পশ্চিম মেদিনীপুরের নন্দনগাড়ির জঙ্গল। গত দশ বারো দিন ধরে এলাকায় ঘুরে চলেছে প্রায় চল্লিশটি হাতির একটি দল। বারবারই মেদিনীপুর শহরের কাছাকাছি চলে আসছে দলটি।

আরও পড়ুন: বৌদির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক স্বামীর, জানতেই মর্মান্তিক পরিণতি স্ত্রীর

যেহেতু অনেক হস্তিশাবক রয়েছে তাই সাবধানী বন দফতরও। হিতে বিপরীত হতে পারে, এই ভেবে সাবধানে এগোচ্ছে বন দফতর। আপাতত রাত জেগে পাহাড়া চলছে জোরকদমে। হুলা পার্টির সঙ্গে পালা করে রাত জাগছেন স্থানীয়রাও। তবুও কমছে না গজরাজের আতঙ্ক।

.