শরীরে নেই কোনও ক্ষতচিহ্ন, ফের এক পুরুষ হাতির মৃত্যু মালবাজারে

জানা গিয়েছে,  গত রবিবার  রাতে  চাবাগানে জালঢাকা জঙ্গল  থেকে  একটা বুনো হাতির দল হিলাচাবাগানে ঢুকে পড়ে।

Updated By: Jul 27, 2020, 04:09 PM IST
শরীরে নেই কোনও ক্ষতচিহ্ন, ফের এক পুরুষ হাতির মৃত্যু মালবাজারে
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: মালবাজার মহকুমার  নাগরাকাটা ব্লকের হিলা চাবাগানের ১৯ নং সেকশন থেকে একটি হাতির মৃতদেহ উদ্ধার  করল খুনিয়া রেঞ্জের বনকর্মীরা।  এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে,  গত রবিবার  রাতে  চাবাগানে জালঢাকা জঙ্গল  থেকে  একটা বুনো হাতির দল হিলাচাবাগানে ঢুকে পড়ে। চাবাগানের  মধ্যে হাতির দলটি  থাকায় নিশ্চিত মনেই ছিল গ্রামবাসীরা। কারণ এই চাবাগানে প্রায় প্রতিদিনই হাতির দল আসে রাতভর থেকে সকালে চলে যায়।

 শ্রমিকরা যখন সকালে চাবাগানের ১৯ নং সেকশনে  কাজ করতে যান, তখন তাঁরা দেখেন একটি  পুরুষ হাতি  দেহ পড়ে রয়েছে। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে যায় নাগরাকাটা  থানার পুলিস ও বনকর্মী।

খুনিয়া রেঞ্জের রেঞ্জার রাজকুমার লায়েক জানান, হাতিটির শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। তাঁর কথায়, "দেখে মনে হচ্ছে এই হাতির মৃত্যুর পর দলের অন্য হাতিরা এই হাতিকে তোলার চেষ্টা করেছিল।"

.