করোনা কালে হঠাৎ উচ্ছেদ নোটিস, রেলের সিদ্ধান্তের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূলের
আগে পুনর্বাসন করে, তারপরই উচ্ছেদের দাবি করেছেন তাঁরা।
নিজস্ব প্রতিবেদন: করোনা কালে একেই অবস্থা খারাপ। তারমধ্যে হঠাৎই উচ্ছেদ নোটিস। রেল কর্তৃপক্ষের এ হেন সিদ্ধান্তে কার্যত মাথায় হাত বাসিন্দাদের। এর প্রতিবাদে বনগাঁয় অবস্থান বিক্ষোভ তৃণমূলের। আগে পুনর্বাসন করে, তারপরই উচ্ছেদের দাবি করেছেন তাঁরা।
জানা গিয়েছে, সপ্তাহখানেক আগেই পৌঁছয় উচ্ছেদ নোটিস। বলা হয় ৬ অক্টোবরের মধ্যে খালি করে দিতে হবে রেলের পরিত্যক্ত কোয়ার্টার। করোনা আবহে এমন নোটিসে মাথায় আকাশ ভেঙে পড়ে বনগাঁ পুরসভার ১৫, ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া, ঢাকাপাড়া, সাহাপাড়া ও আর এস মাঠ এলাকার বাসিন্দাদের।
আরও পড়ুন: বিজেপি নেতা মণীশ শুক্লা খুনে গ্রেফতার চতুর্থ অভিযুক্ত
খবর পেয়েই ময়দানে নামে তৃণমূল। পূর্ব রেলের ডিআরএমকে চিঠি লেখেন প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ। গড়া হয় উচ্ছেদ বিরোধী কমিটি। সেই কমিটি আর বনগাঁ শহর তৃণমূল কংগ্রেস যৌথভাবে বৃহস্পতিবার বনগাঁ নিউ বাটার মোড়ে অবস্থান বিক্ষোভ শুরু করে। এবিষয়ে কী ভাবছে রেল? সে উত্তর অবশ্য মেলেনি।