গ্রুপ ডি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু পরীক্ষার্থীর

গ্রুপ ডি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হল না বাবা-মেয়ের। পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। হুগলির দাদপুরের সোমসারার বাসিন্দা অনিতা মূর্মূর সিট পড়েছিল ত্রিবেণীতে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে ফেরার সময় সোমসারা ক্রসিংয়ে রাস্তা পেরোতে যান দুজন। সেইসময়ই তাদের সাইকেলে ধাক্কা মারে লরি। ছিটকে পড়েন বাবা-মেয়ে। সঙ্গে সঙ্গে স্থানীয়রাই তাদেরকে হাসপাতালে নিয়ে যান। রাত নটা নাগাদ চুঁচুড়া ইমামবড়া হাসপাতালে দুজনেরই মৃত্যু হয়।

Updated By: May 21, 2017, 10:40 AM IST
গ্রুপ ডি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু পরীক্ষার্থীর

ওয়েব ডেস্ক : গ্রুপ ডি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হল না বাবা-মেয়ের। পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। হুগলির দাদপুরের সোমসারার বাসিন্দা অনিতা মূর্মূর সিট পড়েছিল ত্রিবেণীতে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে ফেরার সময় সোমসারা ক্রসিংয়ে রাস্তা পেরোতে যান দুজন। সেইসময়ই তাদের সাইকেলে ধাক্কা মারে লরি। ছিটকে পড়েন বাবা-মেয়ে। সঙ্গে সঙ্গে স্থানীয়রাই তাদেরকে হাসপাতালে নিয়ে যান। রাত নটা নাগাদ চুঁচুড়া ইমামবড়া হাসপাতালে দুজনেরই মৃত্যু হয়।

আরও পড়ুন, ট্রেনের যাত্রীদের মধ্যে বচসা গড়াল রাজনৈতিক সংঘর্ষে

আরও পড়ুন, গ্রুপ ডি পরীক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল নিউ জলপাইগুড়ি স্টেশন চত্ত্বর

.