পুরুষের কণ্ঠ নকল করে ফেসবুকে মেয়েদের প্রেম প্রস্তাব, গ্রেফতার অভিযুক্ত যুবতী

অভিযুক্তের নাম মৌমিতা চৌধুরী। ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৬টি মোবাইল। 

Updated By: Apr 12, 2019, 10:47 AM IST
পুরুষের কণ্ঠ নকল করে ফেসবুকে মেয়েদের প্রেম প্রস্তাব, গ্রেফতার অভিযুক্ত যুবতী

নিজস্ব প্রতিবেদন: ছেলের গলা নকল করে একাধিক মহিলার সঙ্গে প্রেম ৷ ফেসবুকে প্রতারণার অভিযোগে ধৃত হুগলির  শেওড়াফুলির এক কলেজ ছাত্রী। অভিযুক্তের নাম মৌমিতা চৌধুরী। ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৬টি মোবাইল। পুলিস সূত্রে খবর, সোশাল মিডিয়া থেকে  বিভিন্ন মেয়ের নম্বর জোগাড় করে তাঁদের প্রেমের প্রস্তাব দিত ওই তরুণী। একাধিক মহিলাকে বিয়ের প্রস্তাবও দেয় সে। অভিযোগ, প্রস্তাব নাকচ করলেই সোশাল মিডিয়ায় তাঁদের সম্পর্কে কুৎসা রটাতো মৌমিতা। পরিবারের নামেও অশ্লীল কথা ছড়াতো।

আরও পড়ুন: লোকসভা ভোটের প্রথম দফায় রেকর্ড সংখ্যক ভোট পশ্চিমবঙ্গে, বিহারে পড়ল মাত্র ৫০ শতাংশ

ভাঙরের এক কলেজ ছাত্রীর অভিযোগে সামনে আসে গোটা ঘটনাটি। ওই ছাত্রীর কথায়, ২০১৮-র নভেম্বরে ওই কলেজ ছাত্রীর সঙ্গে একই ভাবেই সোশাল মিডিযায় আলাপ হয় মৌমিতার ৷ জানুয়ারীতে বিয়ের প্রস্তাব দেয় সে ৷ বিষয়টিতে অসঙ্গতি দেখে পুলিসের দ্বারস্ত হয় ওই ছাত্রী। তদন্তে নেমে মৌমিতাকে গ্রেফতার করে বারুইপুর সাইবার থানার পুলিস। মৌমিতার নামে পুর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলী ও বর্ধমান থেকেও একাধিক অভিযোগ জমা পড়েছে।

অভিযুক্তের দাবি তাঁর ফোন নিয়ে এমন কাজ করেছে তাঁরই এক ছেলে বন্ধু।

Tags:
.