ফরাক্কা সেতুর নকশাতে ভুল জেনেও কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ ছিল, স্বীকারোক্তি সাইট ইনচার্জের

তার জেরে মারা যান সাইট ইনচার্জ উদয়বীর সিংয়ের ছেলে শচীন প্রতাপ সহ দুজন। ৫জনের অবস্থা আশঙ্কাজনক। 

Updated By: Feb 18, 2020, 06:16 PM IST
ফরাক্কা সেতুর নকশাতে ভুল জেনেও কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ ছিল, স্বীকারোক্তি সাইট ইনচার্জের

নিজস্ব প্রতিবেদন: দ্বিতীয় ফরাক্কা সেতুর নকশাতেই ভুল ছিল। স্বীকার করে নিলেন RKEC সংস্থার সাইট ইনচার্জ উদয়বীর সিং। তাঁর অভিযোগ, নকশা ভুলের কথা আগেই জানানো হয়েছিল ডিজাইনার সংস্থাকে। কিন্তু তাতে কর্ণপাত না করেই কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। আর তার জেরেই এই বিপত্তি। গতরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ফরাক্কার নির্মীয়মান সেতু। তার জেরে মারা যান সাইট ইনচার্জ উদয়বীর সিংয়ের ছেলে শচীন প্রতাপ সহ দুজন। ৫জনের অবস্থা আশঙ্কাজনক। 

আরও পড়ুন: রাজ্য-রাজ্যপাল সংঘাতের মাঝেই রাজভবনে মুখ্যমন্ত্রী

গঙ্গার উপরে মালদা ও ফরাক্কা সংযোগকারী একটি দ্বিতীয় সেতু তৈরির ব্যাপারে উদ্যোগী হয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ। দেড় বছর আগে সেতু তৈরির কাজ শুরু হয়েছিল। রবিবার সন্ধ্যায় ভেঙে পড়ে নির্মীয়মাণ সেতুর একটি গার্ডার। পুলিসের বিবৃতি অনুযায়ী গার্ডার ধসে প্রাণ হারিয়েছেন ২ জন। আশঙ্কাজনক আরও ৫ জন। রাতের পর আজ সকালেও চলছে জোর কদমে উদ্ধারকাজ। আরও কেউ আটকে আছেন কিনা, সে সম্বন্ধে নিশ্চিত হতে বেশ খানিক্ষণ ধ্বংসস্তূপে তল্লাসি চায়ায় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিস।

.