নিজস্ব প্রতিবেদন: চার মাসের শিশুপুত্রের অস্বভাবাবিক মৃত্যুর ঘটনা ঘটল হাওড়ার পাঁচলা থানার শুভরয়ারা গ্রামের দাসপাড়ায়। মৃতের নাম দীপু দাস। এই ঘটনায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মৃতশিশুর মা। সেই অভিযোগের ভিত্তিতে পুলিস বাপন দাসকে গ্রেফতার করেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


মৃত শিশুর মা আনন্দী দাসের দাবি, সোমবার রাতে স্বাভাবিকই ছিল তাঁর ছেলে দীপু। কিন্তু সকালে ঘুম থেকে উঠে তিনি ছেলেকে মৃত অবস্থায় দেখেন। কীভাবে তাঁর এত বড় ক্ষতি হয়ে গেল, তা নিয়ে তিনিও ধন্দে।


আরও পড়ুন: বিড়লার হাতেই লোকসভা চালানোর দায়িত্ব দিল বিজেপি, সমর্থন কংগ্রেসের


ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিস এখনও কিছু জানায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে পুলিসের একটি মহল থেকে।


প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, বাপন দাস জরির কাজ করেন। তিনি দিল্লিতে কর্মসূত্রে থাকেন। মাঝে মধ্যে তিনি বাড়িতে আসতেন। মাসখানেক আগে তিনি বাড়িতে এসেছিলেন। সোমবার রাতে বাপন ও আনন্দীর মধ্যে দাম্পত্যকলহ চরমে ওঠে। তবে কী কারণে সেই দাম্পত্য কলহ হয়েছিল, তা এখনও স্পষ্ট নয় পুলিসের কাছে।


আরও পড়ুন: অযোধ্যায় জঙ্গি হামলায় চারজনের যাবজ্জীবন, একজন নির্দোষ


পুলিস আপাতত আনন্দীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছে বাপনকে। তদন্ত চলছে। তাই এখনই পুলিস কিছু বলতে নারাজ।