Baruipur PS Fire: বারুইপুর থানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ল একাধিক বাইক-গাড়ি
আগুন লাগার পরেই তা নেভানোর কাজে হাত লাগান পুলিসকর্মীরা। খবর দেওয়া হয় দমকলে। ছুটে আসে দমকল। ততক্ষণে থানার সামনে দাঁড় করিয়ে রাখা একাধিক বাইক ও একটি চার চাকার গাড়ি দাউদাউ করে জ্বলে ওঠে
তথাগত চক্রবর্তী: থানায় বাজেয়াপ্ত করে রাখা বাজিতে আগুন লেগে মারাত্মক আকার নিল বারুইপুর থানা চত্ত্বর। বাজির আগুনে থানার সামনে দাঁড় করিয়ে রাখা একাধিক বাইক ও একটি চারচাকা গাড়িতে আগুন লেগে যায়। বারুদ থেকে আগুন লাগায় নেভানোর জন্য সহজে কেউ কাছে ঘেঁসতে পারেনি। তবুও বালতি ও নলের সাহায্য আগুনে জল দেওয়া হয়। কিন্তু ততক্ষণে একাধিক বাইকে আগুন লেগে যায়। পুলিস সূত্রে খবর, গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে বারুইপুরের কাটাখাল এলাকা থেকে প্রচুর পরিমাণ বেআইনি বাজি বাজেয়াপ্ত করা হয়। সেই বাজি রাখা হয়েছিল থানায়। কোনও কারণে সেখানে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে সেখানে বিস্ফোরণ ঘটে ও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুনেই একের পর এক বাইকে আগুন ধরে যায়। পুলিসের দাবি একটি চারচাকা গাড়ি ও ২টি বাইকের ক্ষতি হয়েছে। তবে এলাকার মানুষের দাবি ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বেশি। এনিয়ে দমকল আধিকারিক জালালউদ্দিন গোলদার বলেন, আগুনে ১৮টি বাইক ও ১টি টাটা সুমো পুড়ে গিয়েছে।
আরও পড়ুন-Army Dog Zoom Dies: লড়াই শেষ, সেনা হাসপাতালে মৃত অনন্তনাগ এনকাউন্টারে আহত জুম
আগুন লাগার পরেই তা নেভানোর কাজে হাত লাগান পুলিসকর্মীরা। খবর দেওয়া হয় দমকলে। ছুটে আসে দমকল। ততক্ষণে থানার সামনে দাঁড় করিয়ে রাখা একাধিক বাইক ও একটি চার চাকার গাড়ি দাউদাউ করে জ্বলে ওঠে। আগুনে দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। চলে আসে দমকলের ২টি ইঞ্জিন। সবার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের দাবি ওই আগুন থানার চৌহদ্দির বাইরে চলে গেলে বড় বিপদ হতে পারত।
অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বারুইপুরের এসডিপিও ইন্দ্রবদন ঝাঁ বলেন, গতকাল গভীর রাতে এলাকার একটি জায়গা থেকে বেশকিছু বিস্ফোরক বাজেয়াপ্ত করি। সেইসব বিস্ফোরক নিয় মেনে থানায় এনে রাখা হয়। সকালে এই ঘটনা ঘটে যায়। তবে পুলিস ও দমকলের তত্পরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কিছু সম্পত্তি নষ্ট হয়েছে। এনিয়ে তদন্ত হচ্ছে। একটি চারচাকার গাড়ি ও ২ বাইকের ক্ষতি হয়েছে। এই ঘটনায় আমরা শিক্ষা নেবে। সতর্ক হব যাতে ভবিষ্যতে অন্য থানায় এরকম ঘটনা যাতে না হয়।