নিজস্ব প্রতিবেদন: শালবনির কোবরা(COBRA) জওয়ানদের ক্যাম্পে চলল গুলি।  সোমবার ভোররাতের ওই ঘটনায় নিহত হলেন ২ জওয়ান। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে আত্মঘাতীই হয়েছেন তাঁরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বাংলার নারীরা সবচেয়ে সুরক্ষিত : Mamata, কাজের টোপ দিয়ে ভিন রাজ্যে পাচার চলছে : Locket


নিহত ২  কোবরা (COBRA) জওয়ানের একজনের নাম রাজীব কুমার। বাড়ি উত্তরপ্রদেশের কবীরনগরে। অন্যজন একজন মহিলা জওয়ান, নাম রাবড়ি সাজেল। বাড়ি গুজরাটের গান্ধীনগরে। দুজনই কর্মরত ছিলেন পশ্চিম মেদিনীপুরের(West Midnapore) শালবনি থানার ২৩২ নম্বর কোবরা ব্যাটালিয়নে। 


রবিবার রাতে ওই ২ কোবরা জওয়ানের ডিউটি ছিল।  কিন্তু তারা কাজে যোগ না দেওয়ায় খোঁজখবর শুরু হয়ে যায়। শেষপর্যন্ত সোমবার ভোরে দুজনের মৃতদেহ পাওয়া যায় একটি ঘরে। মাথায় গুলির ক্ষত রয়েছে রাজীব কুমারের। এমনটাই সূ্ত্রের খবর।


আরও পড়ুন-স্ত্রী TMC প্রার্থী, স্বামীকে পুলিস সুপার পদ থেকে সরাচ্ছে কমিশন


কেন এরকম ঘটনা ঘটনা ঘটল তা নিয়ে ধন্ধে পুলিস। মেদিনীপুর মেডিক্যাল কলেজে দুজনের দেহ ময়না তদন্ত হয়েছে। প্রাথমিক তদন্ত থেকে এটিকে আত্মহত্যার ঘটনা বলেই মনে করা হচ্ছে। এনিয়ে তদন্ত শুরু হয়েছে। জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, প্রাথমিক ভাবে আত্মহত্যার ঘটনাই মনে করা হচ্ছে,তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর কি ঘটেছিল তা পরিষ্কার ভাবে জানা যাবে।