দুর্ভিক্ষের আশঙ্কায় প্রহর গুনছে জলভাসি মানুষ
Updated By: Aug 19, 2017, 07:43 PM IST

ওয়েব ডেস্ক: একদিকে রায়গঞ্জ, অন্যদিকে ইটাহার। চাষের জমি গিলে খেয়েছে জল। ধান, পাট সব জলের তলায়। দুর্ভিক্ষের আশঙ্কায় প্রহর গুনছে জলভাসি মানুষ।
দিকে দিকে নাই, শুধু নাই... যতদূর চোখ যায়, শুধু নাই আর নাই। গ্রামের অস্তিত্ব নেই। খাবার নেই, পানীয় জল নেই। এ জীবনে শুধু জলেই যাপন। ধান হোক বা পাট, জলেই হারিয়ে গেছে সবুজ শস্য। হাহাকার। কান্না। তীব্রতর হবে অভাব, অনটন। জল নেমে গেলেও দুর্ভিক্ষের আশঙ্কা। এ থেকে কি মুক্তি নেই? একদিকে রায়গঞ্জ, অন্যদিকে ইটাহার। সবুজ হারিয়ে বাতাসে শুধু ভাসছে সব হারানোর কান্না।