Bangaon Incident: অভিনব কায়দায় প্রতারণা বনগাঁয়, মাথায় হাত বহু ব্যবসায়ীর

Bangaon Incident:  অভিনব উপায়ে প্রতারণার শিকার বনগাঁ মহকুমার বিভিন্ন বাজারে ব্যবসায়ীরা! একাধিক বাজারে এ ধরনের ঘটনা সামনে আসতেই টনক নড়েছে বাজার কমিটির।

রজত মণ্ডল | Updated By: Jan 27, 2025, 08:18 PM IST
Bangaon Incident: অভিনব কায়দায় প্রতারণা বনগাঁয়, মাথায় হাত বহু ব্যবসায়ীর
ইনসেটে প্রতারক

মনোজ মন্ডল: এক চাঞ্চল্যকর ঘটনার শিকার বনগাঁ। সীমান্তবর্তি বনগাঁ মহকুমার বিভিন্ন বাজারে অভিনব উপায়ে প্রতারণার শিকার হচ্ছেন ব্যবসায়ীরা! ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, বনগাঁ মহকুমার বনগাঁ নিউমার্কেট ও গোপালনগর ট-বাজারে অভিনব পন্থায় এই প্রতারণা করছে এক যুবক। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে যুবকের ছবি, কিন্তু এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি ওই যুবকের। ইতিমধ্যেই বেশ কয়েকজন ব্যবসায়ী এই প্রতারণার শিকার হয়ে, তাদের নগদ অর্থ হারিয়েছেন বলেও জানা যাচ্ছে। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Terrible Road Accident: মহাকুম্ভে পুণ্যস্নান করে ফিরছিলেন! রাস্তায় ভয়ংকর দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ শিশু-সহ দম্পতি...

ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন। প্রতারিত ব্যবসায়ীরা জানান, স্থানীয় বাজারে বিভিন্ন সময়ে মাছ, সবজি বা মাংসের দোকানের নাম ভাঙিয়ে, পরিচিত লোকদের সাক্ষী করে ব্যবসায়ীদের কাছ থেকে নগদ টাকা নিয়ে চম্পট দিচ্ছে ওই যুবক। একাধিক বাজারে এ ধরনের ঘটনা সামনে আসতেই টনক নড়েছে বাজার কমিটির। বিশেষ করে বনগাঁ গোপালনগর ট-বাজার সহ অন্যান্য বাজারে এই প্রতারণার ঘটনায় হতবাক ব্যবসায়ীরা। 

আরও পড়ুন: Budget 2025 date and time: টানা ৮ বার বাজেট পেশ, নির্মলার বাজেট বক্তৃতা কখন কোথায় কীভাবে লাইভ দেখবেন...

প্রতারণার শিকার হওয়া ব্যবসায়ীরা আরও জানান, ওই যুবক তাদের কাছে অন্য দোকানদারের পাওনা মেটানোর কথা বলে টাকা নেন। সঙ্গে নিয়ে আসা ব্যবসায়ীদের পরিচিত মানুষ থাকায় সন্দেহ জাগেনি কারোরই। বনগাঁর নিউমার্কেটের মাছ ব্যবসায়ী প্রতাপ বিশ্বাসের থেকে তিন হাজার ও এক সবজি ব্যবসায়ীর কাছ থেকে ৫০০ টাকা। একইভাবে গোপালনগর মাছ ব্যবসায়ী ও মাংস ব্যবসায়ীর থেকে ১০০০ ও ২৫০০  টাকা নিয়ে চম্পট দেয় ওই ব্যক্তি। এভাবে যাতে আর কেউ প্রতারণার শিকার না হন, এখন তাই ওই ঘটনার সমাধান চাইছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এখন দেখার এই প্রতারককে ধরতে কতটা সচেষ্ট এবং সফল হয় পুলিস।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Rajat Mondal

বিজ্ঞানের স্নাতক। কর্মজীবনের শুরু ওষুধ শিল্পে। পরে পেশা বদলে সাংবাদিকতায়। রাজনীতি, পরিবেশ-প্রযুক্তি এবং স্বাস্থ্য-- পছন্দের বিষয়। আসলে anything under the Sun is NEWS-- বিশ্বাস এই গুরুমারা বিদ্যায়। বিশদে জানতে গুগল করুন প্লিজ। ...Read More

.