বেলুনে গ্যাস ভরতে গিয়ে বিপত্তি, সিলিন্ডার ফেটে উড়ে গেল পা, ঝলসে গেল মুখ

সাঁজুয়াতে কয়েকদিন ব্যপী বইমেলা হচ্ছে। সেই  বইয়ের স্টল, খাবারের দোকানের পাশাপাশি অন্যান্য জায়গার মতো এই মেলাতেও গ্যাস বেলুন নিয়ে হাজির ছিলেন বিক্রেতা। 

Updated By: Jan 10, 2019, 11:58 AM IST
বেলুনে গ্যাস ভরতে গিয়ে বিপত্তি, সিলিন্ডার ফেটে উড়ে গেল পা, ঝলসে গেল মুখ

নিজস্ব প্রতিবেদন: বইমেলার পাশেই ছিলেন ‘বেলুনওয়ালাকাকু’। বাড়ির লোকের কাছে গ্যাস বেলুন কেনার আবদার করেছিল বছর ছয়েকের শিশুটি। বেলুন কিনতে গিয়েই বিপত্তি। বেলুনে গ্যাস ভরতে গিয়ে ফেটে যায় সিলিন্ডার। বিস্ফোরণের অভিঘাতে পা উড়ে যায় বিক্রেতার। মুখ ঝলসে যায় শিশুটির। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের সাঁজুয়া এলাকায়।

আরও পড়ুন, গৃহশিক্ষকের সঙ্গে প্রেম দশম শ্রেণির ছাত্রীর, প্রেমিক বাড়িতে এসে জানাল 'বিপদ ঘটে গেছে'!

সাঁজুয়াতে কয়েকদিন ব্যপী বইমেলা হচ্ছে। সেই  বইয়ের স্টল, খাবারের দোকানের পাশাপাশি অন্যান্য জায়গার মতো এই মেলাতেও গ্যাস বেলুন নিয়ে হাজির ছিলেন বিক্রেতা। বেলুন দেখেই বাড়ির লোকের কাছে বায়না জুড়ে দেয় মেলায় আসা এক শিশু। বাড়ির লোকও তাতে রাজি হয়ে যায়। বিক্রেতা বেলুনে গ্যাস ভরতে শুরু করতেই প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে এলাকা। ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় চারদিক। আকস্মিকতার ঘোর কাটিয়ে ওঠার আগেই দেখা যায়, মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে কাতরাচ্ছেন বেলুন বিক্রেতা। তাঁর পা কার্যত শরীরের থেকে ছিন্ন হয়ে গিয়েছে। মুখ ঝলসে যায় শিশুটিরও।

আরও পড়ুন, স্বামী মদ্যপ, 'পরকীয়া' স্ত্রীর! তারপর ঘর ছাড়লেন ২ মেয়েকে নিয়ে

মেলা হলেও সেখানে ছিল না কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা, কোনও অ্যাম্বুলেন্স। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে  হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের চিকিত্সা চলছে।  ঘটনার ভয়াবহতায় হতবাক সকলেই।

.