ঘোলা অগ্নিকাণ্ড: নিখোঁজ ৫ শ্রমিকের দেহ শনাক্ত করল পরিবার

দূর থেকে দগ্ধ অবস্থায় একজনকে বসে থাকতে দেখেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।

Updated By: Feb 15, 2019, 06:57 PM IST
ঘোলা অগ্নিকাণ্ড: নিখোঁজ ৫ শ্রমিকের দেহ শনাক্ত করল পরিবার

নিজস্ব প্রতিবেদন : বৃহস্পতিবার মিলেছিল দেহাবশেষ। আজ সেই দেহাবশেষ শনাক্ত করল পাঁচ শ্রমিকের পরিবার। মৃত শ্রমিকদের পরিবার পিছু আড়াই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা হয়েছে। এদিকে ঘটনার পর চারদিন কেটে গেলেও খোঁজ নেই কারখানার মালিকের।

আরও পড়ুন, প্রেম প্রত্যাখ্যান, যুবতীর মুখে গরম সরষের তেল ঢেলে খুনের চেষ্টা যুবকের

বিধ্বংসী আগুন। গত সোমবার চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায় ঘোলার  বোডঘর এলাকার প্লাস্টিক চেয়ার তৈরির কারখানা। সেদিন থেকেই খোঁজ ছিল না পাঁচ শ্রমিকের। আশঙ্কা ছিল। বৃহস্পতিবার সেই আশঙ্কটাই সত্যি হয়। দূর থেকে দগ্ধ অবস্থায় একজনকে বসে থাকতে দেখেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। এরপর বাকি শ্রমিকদের দেহাবশেষের হদিশ মেলে।

আরও পড়ুন, রক্তে ভেসে যাচ্ছে ঘর, ছিনতাইকারীদের হাতে দিনে দুপুরে খুন গৃহবধূ

এদিন পাঁচ শ্রমিকের দেহ শনাক্ত হল। দেহ সনাক্তের পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। ক্ষতিপূরণ মিলছে। কিন্তু মানুষগুলো! তাঁরা তো আর ফিরে আসবে না। কান্নায় ভেঙে পড়েছেন মৃত শ্রমিকদের পরিজনেরা। এদিকে এদিন কারখানা পরিদর্শনে যান সৌগত রায়।

.