মদন তামাং হত্যাকান্ডে আরও কোণঠাসা মোর্চা
ওয়েব ডেস্ক : মদন তামাং হত্যাকান্ডে আরও কোণঠাসা মোর্চা। ১৭ অগাস্টের মধ্যে চার্জ গঠনের নির্দেশ দিল হাইকোর্ট। তার আগে ২৪ জুলাই নিম্ন আদালতে মামলার শুনানি। ওইদিন বিমল গুরুং সহ বাকি মোর্চা নেতারা যাতে হাজিরা দেন তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে CBI-কে।
আরও পড়ুন- পাহাড়ে ফের অশান্তির আগুন, পুলিসের গাড়ি পোড়ালো দুষ্কৃতীরা, ২১ জুলাই ধিক্কার দিবসের ডাক মোর্চার
মদন তামাং হত্যা মামলায় নিম্ন আদালতে হাজিরা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তাদের প্রশ্ন ছিল, অভিযুক্তরাই যদি আদালতে হাজিরা না দেয়, তাহলে কাদের বিরুদ্ধে চার্জ গঠন হবে? বুধবার নিশীতা মাত্রে ও তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, ২৪ জুলাই নগর দায়রা আদালতে বিমল গুরুংদের উপস্থিত থাকতে হবে।