প্রধান শিক্ষকের গাফিলতিতেই বিপাকে ৮ মাধ্যমিক পড়ুয়া, স্কুলে তালা দিল অভিভাবকরা

বিপাকে পড়ে আজ ওইসব অভিভাবকরা প্রধানশিক্ষকের সঙ্গে দেখা করতে আসেন। তাঁকে না পেয়ে তুমুল বিক্ষোভ দেখান স্কুলে

Updated By: Jul 5, 2021, 05:01 PM IST
প্রধান শিক্ষকের গাফিলতিতেই বিপাকে ৮ মাধ্যমিক পড়ুয়া, স্কুলে তালা দিল অভিভাবকরা

নিজস্ব প্রতিবেদন: এবার মাধ্যমিকের মূল্যায়ণ থেকে বঞ্চিত হতে চলেছে আমডাঙ্গা মাধবপুর প্রহ্লাদ স্মৃতি বিদ্যাপীঠের ৮ পড়ুয়া। অভিযোগ, স্কুলের গাফিলতিতেই এবার তাদের মূল্যায়ণ হবে না। এর প্রতিবাদে, সোমবার স্কুলে এসে প্রবল বিক্ষোভ দেখায় ওইসব পড়ুয়াদের অভিভাবকরা। শুধু তাই নয় স্কুলে গেটে তালাও লাগিয়ে দেন তারা।

আরও পড়ুন-মাঝপথে ছত্রভঙ্গ, ব্যারিকেড টপকে এগোতে পারল না গেরুয়া শিবিরের মিছিল

স্কুলের প্রধান শিক্ষকের দাবি, এনরোলমেন্ট ফর্মে সই না করেই বাড়ি চলে গিয়েছিল ওইসব পড়ুয়া। তাতেই এই সমস্যা হয়েছে।

এদিকে, অভিভাবকদের অভিযোগ, স্কুল মাধ্যমিকের জন্য ফি নিল আর দেখল না ওইসব পড়ুয়া এনরোলমেন্ট ফর্মে সই করেনি! সেই অবস্থায় বোর্ডের কাছে কাগজপত্র পাঠালো কী করে! বাড়িতে খবর দিতে পারতো স্কুল। মাধ্যমিক(Madhyamik) পড়ুয়া মানেই তো নাবালক। তারা অত বোঝে নাকি?

আরও পড়ুন-বার কাউন্সিলের নিয়ম ভেঙেছেন তুষার মেহেতা, পদত্যাগ করা উচিত: Sukhendu Sekhar

বিপাকে পড়ে আজ ওইসব অভিভাবকরা প্রধানশিক্ষকের সঙ্গে দেখা করতে আসেন। তাঁকে না পেয়ে তুমুল বিক্ষোভ দেখান স্কুলে।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.