Patuli Police Station: উত্তপ্ত পাটুলি থানা, বিজেপি কর্মীর সঙ্গে পুলিসের ধস্তাধস্তি...
Patuli Police Station: পাটুলি থানা থেকে ঢিল ছোড়ার দূরত্বে আগাছায় ভরা খেলার মাঠে বোমা ফেটে জখম হয় এক কিশোর। ঘটনায় আতঙ্কিত সমস্ত এলাকবাসি। পাটুলি থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে কীভাবে এমন ঘটনা ঘটল ? প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।
![Patuli Police Station: উত্তপ্ত পাটুলি থানা, বিজেপি কর্মীর সঙ্গে পুলিসের ধস্তাধস্তি... Patuli Police Station: উত্তপ্ত পাটুলি থানা, বিজেপি কর্মীর সঙ্গে পুলিসের ধস্তাধস্তি...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/11/01/501496-patuli.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার সকালে পাটুলিতে মেলার মাঠে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত হয় এক কিশোর। সেই ঘটনার প্রতিবাদে, এদিন বিকেলে পাটুলি থানার সামনে প্রতীকী অবস্থান দেখাচ্ছিল বিজেপি কর্মীরা। অবস্থান চলাকালীন আচমকা উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পাটুলি থানার ভেতরে ঢুকতে চাওয়া ঘিরে বিজেপি কর্মী এবং পুলিসের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। উত্তেজনা ছড়ায় পাটুলি থানার সামনে। বিক্ষোভকারী বিজেপি কর্মীদের দাবি, পাটুলি থানার 'ওসি' তৃণমূল ঘনিষ্ঠ তাই দেখা করছেন না উনি। বিজেপি কর্মীর উপরে হামলার অভিযোগ পুলিসের বিরুদ্ধে।
আরও পড়ুন: Haroa: গাড়ি থেকে নামিয়ে বিধায়ককে 'গণধোলাই'! কড়া পদক্ষেপের পথে তৃণমূল...
উল্লেখ্য, খাস কলকাতায় বল ভেবে খেলতে গিয়ে ঘটে বিস্ফোরণ! পাটুলি থানা থেকে ঢিল ছোড়ার দূরত্বে আগাছায় ভরা খেলার মাঠে বোমা ফেটে জখম হয় এক কিশোর। ঘটনায় আতঙ্কিত সমস্ত এলাকবাসি। পাশাপাশি বিকেলে পাশের ব্লক থেকে উদ্ধার হয় আরও একটি তাজা বোমা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পাটুলি থানার পুলিস। ঘিরে ফেলা হয় সমস্ত এলাকা। আনা হয় পুলিস কুকুর। পাটুলি থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে কীভাবে এমন ঘটনা ঘটল ? প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। এদিন তারই প্রতিবাদে পাটুলি থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। সেই বিক্ষোভ চলাকালীন উত্তপ্ত হয়ে যায় পরিস্থিতি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)