Python Rescued: বিডিও অফিস তোলপাড়, ক্যান্টিনের সিলিং থেকে বের হল বিশাল অজগর

সাপটি দেখার পরই খবর দেওয়া হয় এলাকার সর্পপ্রেমী সৈয়দ নইম বাবুনকে। তিনি এসে সিলিং থেকে বের করেন একটি ১২ ফুটের অজগর

Updated By: Jul 4, 2022, 07:47 PM IST
Python Rescued: বিডিও অফিস তোলপাড়, ক্যান্টিনের সিলিং থেকে বের হল বিশাল অজগর

অরূপ বসাক: বর্ষার বৃষ্টিতে চারদিকে জল থৈথৈ। ফলে বন্যপ্রাণীদের বেঁচে থাকা দুরুহ হয়ে পড়েছে। ফলে লোকালয়ে চলে আসছে তারা। এবার বিশাল অজগর ঢুকে পড়ল একেবারে বিডিও অফিসে।

সোমবার দুপুরে মালবাজার মহকুমার নাগরাকাটা বিডিও অফিসে প্রবল হইচই। অফিস ক্যান্টিনের সিলিংয়ে ঘোরাফেরা করছে সন্দেহজনক কিছু একটা।

বিডিও অফিসের ক্যান্টিনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যখন রান্না করছিলেন সেই সময় তারা বুঝতে পারেন, সিলিংয়ে ভেতরে কিছু একটা ঘোরাফেরা করছে। উঁকি মেরে দেখেন সিলিংয়ে চলাফেরা করছে বিশাল এক অজগর।

সাপটি দেখার পরই খবর দেওয়া হয় এলাকার সর্পপ্রেমী সৈয়দ নইম বাবুনকে। তিনি এসে সিলিং থেকে বের করেন একটি ১২ ফুটের অজগর। সেটিকে তুলে দেওয়া হয়ে খুনিয়া রেঞ্জের বনকর্মীদের হাতে। দুপুরেই অজগরটিকে ছেড়ে দেওয়া হয় গরুমারা জঙ্গলে।

আরও পড়ুন-বাজিতে 'সবুজ বিপ্লব'! বজবজে শুরু বিশেষ প্রশিক্ষণ শিবির

আরও পড়ুন-গড়ফার কলেজপড়ুয়ার প্রোফাইল নামেও গেমপ্রীতি! পুরী থেকে ফিরে মা শুনলেন ছেলে আত্মঘাতী

আরও পড়ুন-ওর মাথা খারাপ; একবার নবান্নেও ঢুকে পড়েছিল, ছেলের পক্ষে সওয়াল হাফিজুলের বাবার

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.