জেলাশাসক-বিতর্কে সরছেন ফালাকাটা থানার আইসি-ও?

সূত্রের খবর, সৌম্যজিত্ রায়কে কোচবিহার থানায় পাঠানো হবে। কোচবিহারের আইসি সমীর পালকে আনা হবে ফালাকাটা থানার আইসি হিসাবে।

Updated By: Jan 10, 2019, 12:53 PM IST
জেলাশাসক-বিতর্কে সরছেন ফালাকাটা থানার আইসি-ও?

নিজস্ব প্রতিবেদন:  থানার ভিতরেই যুবককে আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মল ও তাঁর স্ত্রীর মারধরের জের। এবার সরিয়ে দেওয়া হতে পারে ফালাকাটা থানার আইসি সৌম্যজিত্ রায়কেও। ঘটনার সময় তিনি থানায় কর্তব্যরত ছিলেন। তাঁর সামনেই ঘটে গোটা ঘটনা। সূত্রের খবর, সৌম্যজিত্ রায়কে কোচবিহার থানায় পাঠানো হবে। কোচবিহারের আইসি সমীর পালকে আনা হবে ফালাকাটা থানার আইসি হিসাবে।

আরও পড়ুন: বউয়ের কাছে হিরো সাজতে গিয়ে জেলে যেতে হতে পারে আলিপুরদুয়ারের জেলাশাসককে

প্রসঙ্গত, ২০১৮ সালের ১ অক্টোবর দার্জিলিঙ সদর থানা থেকে বদলি হয়ে ফালাকাটা থানার আইসি হিসাবে যোগ দেন সৌম্যজিত্ রায়। দার্জিলিঙের অশান্তির সময় তিনি দক্ষ হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিলেন। তাঁর কাজের জন্য তিনি প্রশাসনের কর্তাদের কাছেও সুনজরে। সেদিনের ঘটনার পর তিনি আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মল ও তাঁর স্ত্রী  নন্দিনী কৃষ্ণাণের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করে রাখেন।

থানায় অভিযুক্তকে পেটানোর ঘটনায় বিপদ বাড়তে চলেছে অলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মল। মঙ্গলবার নবান্নসূত্রে জানা গিয়েছে, নিখিলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন। তেমন হলে, জেলে যেতে হতে পারে আইএএসকে। 

আলিপুরদুয়ারের জেলাশাসক পদ থেকে সরছেন ‘সিঙ্ঘম’ নিখিল!

এদিন নবান্ন থেকে জানা গিয়েছে, আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মলের বিরুদ্ধে হেফাজতে থাকাকালীন বন্দিকে অনধিকার নির্যাতনের অভিযোগ দায়ের করা হতে চলেছে। নবান্নের শীর্ষ প্রশাসনিক কর্তারা জানিয়েছেন, থানায় যাওয়ারই কথা নয় নিখিল নির্মলের। সেখানে গিয়েই আইন ভেঙেছেন তিনি। গ্রেফতার হওয়া যুবককে মারধর তো আরও গর্হিত। 

 

.