'অনেকেই উপসর্গহীন করোনা আক্রান্ত হচ্ছেন, সুস্থও হয়ে যাচ্ছেন', উপসর্গ না থাকলে আর টেস্ট নয়

উপসর্গহীন করোনা আক্রান্তদের নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। অনেকেই  উপসর্গহীন করোনায় আক্রান্ত হচ্ছেন এবং সুস্থও হয়ে যাচ্ছেন। এমনটাই দাবি করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

Reported By: সুতপা সেন | Updated By: Jun 12, 2020, 09:21 AM IST
'অনেকেই উপসর্গহীন করোনা আক্রান্ত হচ্ছেন, সুস্থও হয়ে যাচ্ছেন',  উপসর্গ না থাকলে আর টেস্ট নয়

নিজস্ব প্রতিবেদন: প্রায় প্রত্যেক দিনই ভাঙছে গতকালের রেকর্ড। হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখন প্রায় ওলিগলিতেই ঢুকে পড়েছে সংক্রমণ। আনলক ওয়ানে রাস্তায় বেরোচ্ছে আম জনতা, আর ঊর্ধ্বমুখী হচ্ছে সংক্রমণের গ্রাফচিত্র।
এরই মধ্যে নয়া পদক্ষেপ রাজ্য সরকারের।
 উপসর্গহীন করোনা আক্রান্তদের নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। অনেকেই  উপসর্গহীন করোনায় আক্রান্ত হচ্ছেন এবং সুস্থও হয়ে যাচ্ছেন। এমনটাই দাবি করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে, তাতে বলা আছে উপসর্গহীন করোনা আক্রান্তদের নিয়ে ওতটাও চিন্তার কারণ নেই। তাই এখন থেকে উপসর্গ না থাকলে আর করোনা পরীক্ষা করা হবে না সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যেহেতু আক্রান্ত দের বড় অংশের উপসর্গ থাকে এবং প্রতিদিন প্রচুর মানুষের টেস্ট করতে হচ্ছে ফলে এই সিদ্ধান্ত।
পরিযায়ী  শ্রমিকরা আসার পর আক্রান্ত র সংখ্যা দ্বিগুণ বেড়েছে। কলকাতা-সহ কোনও কোনও জেলায় তিনগুন বেড়েছে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি এমন যে পরিযায়ী শ্রমিকদের কোয়ারেনটাইন সেন্টারে ১৪ দিন রাখা আর সম্ভব হচ্ছে না। তাদের  ৭দিন কোয়ারেন্টিন সেন্টারে রাখা হচ্ছে। বাকি সাতদিন হোম কোয়ারেনটাইনে থাকতে হবে।

আরও পড়ুন: রাজ্যে একদিনে রেকর্ড আক্রান্ত ৪৪০, কলকাতাতেই ১১৭! মোট মৃত বেড়ে ৪৪২
তবে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত কতটা কার্যকরী হবে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।

.